নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত
২২ জানুয়ারি ২০১২কানোর সিরিজ বোমা হামলার ধাক্কা সামলে ওঠার আগে আবারও রোববার সহিংসতার ঘটনা ঘটলো৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তরাঞ্চলের বাউচি রাজ্যের তাফাওয়া বালেওয়া শহরে বন্দুকধারীরা হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালায়৷ স্থানীয় প্রশাসক বুকাতা ঝিয়াদি জানিয়েছেন যে এই হামলায় এখন পর্যন্ত নয়জন নিহত হয়েছে৷ এছাড়া আরও ১২জন আহত হয়েছে৷ তিনি জানান, হামলাকারীরা রাতের বেলায় ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়৷ তারা বাড়িঘরগুলোকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে৷ এই সময় যারা পালিয়ে বাঁচার চেষ্টা করে তাদের গুলি করে হত্যা করা হয়৷ তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত এই ঘটনার বিস্তারিত কিছু জানতে পারেনি৷ উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চল মুসলিম অধ্যুষিত এবং দক্ষিণাঞ্চল খ্রিষ্টান অধ্যুষিত এলাকা৷
এদিকে উত্তরাঞ্চলের দুটি গির্জাতে রোববার বোমা হামলার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ তারা জানিয়েছে, বাউচিতে দুটি গির্জায় মধ্যরাতের পরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এতে একটি গির্জা প্রায় পুরো ধংস হয়ে গেছে৷ তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷
অন্যদিকে কানোতে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১৭৮ এ পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ কানোর হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসক মুরতালা মোহাম্মাদ এই তথ্য জানিয়ে বলেন, এখন পর্যন্ত সকল মৃতদেহ হাসপাতালগুলোতে এসে পৌঁছেনি৷ তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ কানো এলাকায় সিরিজ বোমা হামলা দায়িত্ব ইতিমধ্যে স্বীকার করেছে চরমপন্থী গোষ্ঠী বোকো হারাম৷ সংগঠনটির নেতা আবু বাকার শেকাউ এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমাদের সংগ্রাম নাইজেরিয়ার সরকার, নিরাপত্তা বাহিনী এবং নাইজেরীয় খ্রিষ্টান সংস্থার বিরুদ্ধে৷ কারণ তারা আমাদের হত্যা করেছে৷''
এদিকে কানোতে বোমা হামলার তীব্র নিন্দা করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন৷ তিনি নিহতদের স্বজন এবং বন্ধুবান্ধবদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন৷ এর আগে শনিবার ফ্রান্স, ইটালি এবং ব্রিটেনও এই বোমা হামলার নিন্দা জানায়৷ অন্যদিকে রোববার এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রতি সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ সংস্থার পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন জানান, তারা নাইজেরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন৷ তিনি উল্লেখ করেন, ধর্মীয় সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে নাইজেরিয়ার৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক