1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ায় আবার সহিংসতার বিস্ফোরণ

২১ জানুয়ারি ২০১২

শুক্রবার রাত্রে উত্তরের কানো শহরে এক পর্যায় পরিকল্পিত বোমাবাজি ও আক্রমণে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ শহরের কিছু অংশ থেকে শনিবারেও গুলির আওয়াজ শোনা গিয়েছে৷

https://p.dw.com/p/13ndf
Smoke rises from the police headquarters as people run for safety in Nigeria's northern city of Kano January 20, 2012. At least six people were killed in a string of bomb blasts on Friday in Nigeria's second city Kano and the authorities imposed a curfew across the city, which has been plagued by an insurgency led by the Islamist sect Boko Haram. There was no immediate claim of responsibility for the apparently coordinated attacks. REUTERS/Stringer (NIGERIA - Tags: CRIME LAW CIVIL UNREST TPX IMAGES OF THE DAY)IL UNREST)
বোমা হামলার পর পুলিশ সদর দপ্তর থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছেছবি: Reuters

এএফপি সংবাদ সংস্থার এক সাংবাদিক শনিবার সকালে কানোর একটি মর্গে রক্ষিত অন্তত ৮০টি মৃতদেহ দেখেন৷ মর্গটি শহরের বৃহত্তম হাসপাতালের সঙ্গে সংযুক্ত৷ নিহতদের অনেকের দেহেই নাকি গুলির চিহ্ন দেখেছেন এএফপি'র সাংবাদিক৷ মর্গের বাইরে শতাধিক মানুষ প্রিয়জনের মরদেহ সংগ্রহ করার জন্য অপেক্ষা করছিল৷

নয়তো কানোর পথে পথে এখন সৈন্য এবং পুলিশের দঙ্গল৷ ৯০ লাখ বাসিন্দার এই শহরটিকে নাইজেরিয়ার মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলের রাজনৈতিক এবং ধর্মীয় কেন্দ্রবিন্দু বলা চলে৷ অপরদিকে শুক্রবারের আক্রমণের জন্য বোকো হারাম নামধারী উগ্রপন্থি মুসলিম গোষ্ঠীটি নিজেদের দায়ী বলে ঘোষণা করেছে৷

ফেডারাল পুলিশের এক মুখপাত্র শুক্রবার জানান যে, পাঁচটি পুলিশ ভবন, দু'টি অভিবাসন দপ্তর এবং রাষ্ট্রীয় গোয়েন্দা পুলিশের স্থানীয় মুখ্য কার্যালয়ের উপর আক্রমণ চালানো হয়৷ এটাকে নাইজেরিয়ার দুর্বল কেন্দ্রীয় সরকারের উপর বোকো হারামের পরোক্ষ আক্রমণ বলে গণ্য করছেন অনেক বিশেষজ্ঞ৷ ওদিকে নাইজেরিয়ার রেড ক্রস কানোতে সক্রিয়, বিশেষ করে সারা শহরে ছড়ানো মৃতদেহগুলি সংগ্রহের কাজে৷ আহতদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে এবং বিশেষভাবে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷

People watch as smoke rises from the police headquarters after it was hit by a blast in Nigeria's northern city of Kano January 20, 2012. At least six people were killed in a string of bomb blasts on Friday in Nigeria's second city Kano and the authorities imposed a curfew across the city, which has been plagued by an insurgency led by the Islamist sect Boko Haram. There was no immediate claim of responsibility for the apparently coordinated attacks. REUTERS/Stringer (NIGERIA - Tags: CRIME LAW CIVIL UNREST)
কানোয় সহিংসতার নগ্ন চেহারাছবি: Reuters

আক্রমণ শুরু হয় শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ, জু্ম্মার নমাজের পরে৷ অফিসকর্মীরা তখন বাড়ি ফেরার পথ দেখছেন৷ এক আত্মঘাতী বোমারু আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাঙ্গণে ঢুকে তার গাড়িবোমাটি ফাটায়৷ হেডকোয়ার্টার্সের ছাদ ও জানলা-দরজা উড়ে যায়৷ হেডকোয়ার্টার্সের কর্মীরা গুলিগোলার মধ্যে পলায়নের পথ খোঁজেন৷ কর্তৃপক্ষ এর ঠিক পরেই কানোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেন৷

বোকো হারামের এক মুখপাত্র ছদ্মনাম ব্যবহার করে সাংবাদিকদের কাছে প্রেরিত একটি বার্তায় কানোর আক্রমণগুলির জন্য দায়িত্ব নিয়েছে৷ ‘বোকো হারাম'-এর অর্থ ‘পশ্চিমি শিক্ষা হল ধর্মদ্রোহ'৷ গোষ্ঠীটি বহুজাতিক দেশ নাইজেরিয়ায় গোঁড়া শরিয়া আইন চালু করতে চায়৷ কানোতে তাদের সর্বাধুনিক আক্রমণের ফলে গোটা উত্তর নাইজেরিয়ায় আবার আগুন জ্বলার আশঙ্কা রয়েছে, বলে মনে করছেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য