নগ্ন মূর্তি ঢেকে বিপাকে ইটালি
২৭ জানুয়ারি ২০১৬রোহানি এবং রেনজি গত সোমবার রোমের কোপিটোলিন মিউজিয়ামে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন৷ দু'দেশের এই উষ্ণ সম্পর্ক যখন প্রশংসিত হচ্ছিল, তখনই প্রকাশ হয় আরেক খবর৷ মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রকাশ হয়, মিউজিয়ামটির নগ্ন মূর্তিগুলো নাকি ঢেকে রাখা হয়েছিল ইরানের প্রেসিডেন্টের সফরকালে৷ উদ্দেশ্য, ইরানের অতিথিদের অসন্তুষ্ট না করা!
মুলধারারা গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমেও এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা৷ টুইটার ব্যবহারকারী মাটেও আলবেনিয়া মূর্তি ঢেকে রাখার একটি ছবি প্রকাশ করেছেন৷
সাংবাদিক সোহেল আসেফি অবশ্য বিকল্প এক উপায়ের কথা জানিয়েছেন টুইটারে৷ তাঁর মতে, মূর্তিগুলো না ঢেকে অন্য কিছুও ঢাকা যেত৷ নীচে দেখুন তিনি যা বোঝাতে চেয়েছেন:
মিউজিয়ামটিতে থাকা নগ্ন মূর্তির কিছু ছবি প্রকাশ করা হয়েছে ফলোয়িং হার্ডিয়ান নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে৷
প্রসঙ্গত, মূর্তি ঢাকার খবরে ইটালির রাজনৈতিক মহলও উত্তপ্ত হয়ে উঠেছে৷ দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইটালির সংস্কৃতিকে ‘‘সারেন্ডার'' করানোর অভিযোগ এনেছে বিরোধী দল৷ এদিকে, তুর্কি সাংবাদিক মুস্তফা ইদিব ইলমাজ দাবি করেছেন, মূর্তি ঢাকতে নাকি কোনোরকম অনুরোধ জানানো হয়নি ইরানের তরফ থেকে৷ তবে সেটা করায় তারিফ করেছে দেশটি৷
উল্লেখ্য, বুধবার প্যারিস সফর করেন রোহানি৷ ফরাসি ব্যবসায়ীরা ইটালির মতোই সেদেশের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন, কেননা বর্তমানে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক উষ্ণ পর্যায়ে রয়েছে৷
এআই/জিডি (এএফপি, এপি, রয়টার্স)