1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নকল করে ‘ডক্টরেট’ হারালেন আরেক জার্মান রাজনীতিক

১৪ জুলাই ২০১১

আবারও নকল করে ‘ডক্টরেট’ উপাধি হারানোর ঘটনা৷ স্থান আবারও জার্মানি৷ এবারকার রাজনীতিবিদ ইয়র্গো শাৎসিমারকাকিস৷ সরকারি জোটের শরিক দল এফডিপির নির্বাহী কমিটির সদস্য তিনি৷ সেই সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যও৷

https://p.dw.com/p/11v1O
EU Parlamentarier Jorgo Chatzimarkakis Der Fotograf ist Petr Stojanovski. Die Bilder sind am 18.02.10 in Skopje, Mazedonien aufgenommen.
ইয়র্গো শাৎসিমারকাকিসছবি: Petr Stojanovski

শুরুটা হয়েছিল জার্মানির সাবেক প্রতিরক্ষামন্ত্রী কার্ল টেওডোর সু গুটেনব্যার্গকে দিয়ে৷ এরপর ডক্টরেট ডিগ্রি হারিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সিলভানা কখ মেয়ারিন৷

শাৎসিমারকাকিসের ডক্টরেট বাতিল করেছে বন বিশ্ববিদ্যালয়৷ ডিন গ্যুন্থার শ্যুলজ বলছেন, এই রাজনীতিক তার পিএইচডি থিসিসের অর্ধেকেরই বেশি নিয়েছেন অন্যের লেখা থেকে৷ যে জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি দেয়া যায় না৷

শ্যুলজ বলেন, এফডিপির এই নেতা তার থিসিসের যে জায়গায় অন্যের লেখা ব্যবহার করেছেন সেখানে কোটেশন চিহ্ন দেননি৷ যে কারণে মনে হয় যেন ঐ অংশটুকু তাঁর নিজের লেখা৷ অবশ্য শ্যুলজ বলেছেন, শাৎসিমারকাকিস থিসিসের শেষে ফুটনোটে অন্যের কাছ থেকে নেয়া লেখার কথা উল্লেখ করেছেন৷

আর এখানেই আর সবার চেয়ে ব্যতিক্রম শাৎসিমারকাকিস৷ তিনি অন্তত নকলের কথা গোপন করেননি৷

বন বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে জার্মান এই রাজনীতিক ‘কঠোর' বলে মন্তব্য করেছেন৷ তবে এই ঘটনা যে ইচ্ছাকৃত ছিলনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বস্তিও প্রকাশ করেছেন শাৎসিমারকাকিস৷

উল্লেখ্য, একে একে ডক্টরেট উপাধি হারিয়ে রাজনীতির মাঠ থেকে কিছুদিনের জন্য হলেও দূরে সরে যেতে হচ্ছে জার্মান রাজনীতিবিদদের৷ এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল সাবেক প্রতিরক্ষামন্ত্রী গুটেনব্যার্গের পদত্যাগ৷ ৩৮ বছর বয়সি এই স্মার্ট রাজনীতিবিদকে ভবিষ্যতের চ্যান্সেলর হিসেবে দেখছিলেন অনেকেই৷ কিন্তু নকলের ঘটনা প্রমাণ পাওয়ার পর তাঁকে মন্ত্রীর পদ ছাড়তে হয়েছে৷

অন্যদিকে সিলভানা কখ-মেয়ারিন তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠার পরপরই ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ও জার্মানিতে উদারপন্থী দলের পরিচালক মণ্ডলী থেকে পদত্যাগ করেছিলেন৷

এদিকে লোয়ার স্যাক্সনি রাজ্যের সংস্কৃতিমন্ত্রী বেয়ার্নড আলথুসমান ও এফডিপি দলের সাংসদ মার্গারিটা মাথিওপুলসের বিরুদ্ধেও পিএইচডি থিসিস নকলের অভিযোগ উঠেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য