দ্বৈত ভোটার: ডা. সাবরিনার বিরুদ্ধে নতুন মামলা
৩১ আগস্ট ২০২০রাজধানীর বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া৷ তিনি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘মিথ্যা তথ্যের ভিত্তিতে দ্বৈত ভোটার হওয়া এবং একাধিক জাতীয় পরিচয়পত্র রাখা সাবরিনার আইনত অপরাধ৷ মামলায় শারমিন ওরফে ডা.সাবরিনা আরিফ চৌধুরীর দুটি এনআইডির তথ্য তুলে ধরেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷’’
ইতোমধ্যে সাবরিনার দুটি এনআইডি ব্লক করা হয়েছে বলে জানিয়েছেন এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.সাইদুল ইসলাম৷ সাবরিনাকে দ্বৈত ভোটার করার বিষয়ে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে৷
মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হওয়া এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়া বহুল আলোচিত ডা. সাবরিনার বিরুদ্ধে করা অভিযোগ কোর্টে প্রমাণিত হলে ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনে ১৪ ও ১৫ ধারায় ডা. সাবরিনার সর্বোচ্চ এক বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা হতে পারে৷
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির কারণে গ্রেপ্তার হওয়ার পর সাবরিনার নামে দুটি এনআইডি থাকার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সচিবালয়৷ এবং বিষয়টি খতিয়ে দেখার পরই সাবরিনার বিরুদ্ধে মামলা করেছে ইসি৷
ডা. সাবরিনা ২০১৫ সাল থেকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি রেজিস্ট্রারের দায়িত্বে আছেন৷জেকেজির প্রধান নির্বাহী আরিফুল হক ডা.সাবরিনার স্বামী৷ করোনা ভাইরাস পরীক্ষার জালিয়াতি মামালায় তারা স্বামী-স্ত্রী দুজনই কারাগারে আছেন এবং এরই মধ্যে তাদের বিচারও শুরু হয়ে গেছে৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
১৫ জুলাইয়ের ছবিঘরটি দেখুন..