‘দশ, নয়, হংকংয়ের স্বাধীনতা, অভ্যুত্থান’
১ জানুয়ারি ২০২০দুই বছরের ছেলে, মা ও ভাইয়ের মেয়েকে নিয়ে মিছিলে যোগ দেওয়া টুং বলেন, ‘‘শুভ নববর্ষ বলা কঠিন, কারণ হংকংয়ের মানুষ ভালো নেই৷''
চীনে বন্দি প্রত্যর্পণ নিয়ে গতবছর জুনে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে হংকংয়ে আন্দোলন শুরু হয়েছিল৷ ওই বিল বাতিল করার পরও যা থামেনি৷ নভেম্বরে স্থানীয় প্রশাসন নির্বাচনে আন্দোলনের প্রভাব পড়েছে, দারুণ জয় পেয়েছেন গণতন্ত্রপন্থিরা৷ নবনির্বাচিত কয়েকজন নেতা বুধবারের মিছিলে ছিলেন৷
ভিক্টোরিয়া হারবারে ছিল না আতশবাজি
আতশবাজির উৎসব ছাড়াই এবার ভিক্টোরিয়া হারবারে বর্ষবরণ করছে হংকংবাসী৷ বরং কাউন্টডাউনের সময় ‘দশ, নয়, হংকংয়ের স্বাধীনতা, অভ্যুত্থান' বলে চিৎকার করেছেন গণতন্ত্রপন্থিরা৷ নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে প্রশাসন আতশবাজির উৎসব বাতিল করে৷
পুরো নগরী মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে৷ তারপরও মধ্যরাতে কোথায় কোথায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়৷ মংককের নাথান রোডে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে, ব্যবহার করে জলকামান৷
বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় শুভেচ্ছা বার্তায় হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম জনগণকে শান্ত এবং ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন৷
এসএনএল/কেএম (এএফপি, এপি, ডিপিএ)