1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জ্যাক অ্যান্ড জিল’

২ এপ্রিল ২০১২

অস্কার, গ্র্যামি থেকে শুরু থেকে ছোট মাপের পুরস্কার – চলচ্চিত্র জগতের প্রায় সবার মনেই এমন আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার স্বপ্ন থাকে৷ কিন্তু একটি পুরস্কার থেকে দূরে থাকতে চায় সবাই৷ তার নাম ‘গোল্ডেন ব়্যাসবেরি অ্যাওয়ার্ডস’৷

https://p.dw.com/p/14WL6
BEDTIME STORIES Skeeter (Adam Sandler) traut seinen Augen nicht: Es regnet Kaugummis! Das ähnelt ziemlich exakt dem Ende der Gutenachtgeschichte, wie er sie gestern Neffe und Nichte erzählt hat. ***Nur zur Verwendung für Berichterstattung über den Film***
একটি ছবিতে অ্যাডাম স্যান্ডলারছবি: DISNEY ENTERPRISES

৩২ বছর ধরে চলে আসছে এই ‘পুরস্কার'৷ পুরস্কার না বলে তিরস্কার বলাই ঠিক৷ কারণ ১১টি ক্যাটাগরিতে বেছে নেওয়া হয় হলিউডের সবচেয়ে খারাপ ছবি বা কলাকুশলিকে৷ ফলে বিপরীত ধর্মী এই ‘গোল্ডেন ব়্যাসবেরি অ্যাওয়ার্ডস'এর ধারেকাছে থাকতে চায় না কেউ৷ তবে মাঝে মধ্যে মনোনীত প্রার্থীরা সত্যি চলে আসেন সশরীরে তিরস্কার গ্রহণ করতে৷ যেমন ২০০৫ সালে উপস্থিত ছিলেন অভিনেত্রী হ্যালি বেরি৷ গত বছর স্যান্ড্রা বুলক নিজে এসে অনুষ্ঠানে নিজের ছবির ডিভিডি বিতরণ করেছিলেন৷ আর হ্যাঁ, এই তিরস্কারের ট্রফির অর্থমূল্য প্রায় ৫ ডলার৷ ট্রফিতে গল্ফ বলের আকারের সোনালি একটি ব়্যাসবেরি রাখা থাকে একটি ফিল্ম রোলের উপর৷

এবছর ১১টি ক্যাটেগরি'র মধ্যে ১০টি জিতে নিয়ে রেকর্ড সৃষ্টি করেছে ‘জ্যাক অ্যান্ড জিল' নামের একটি ছবি৷ অর্থাৎ বিচারকদের ধারণা, ২০১১ সালে এত খারাপ ছবি আর তৈরি হয় নি৷ অ্যাডাম স্যান্ডলার একইসঙ্গে ‘সেরা' অভিনেতা ‘সেরা' অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন, কারণ তিনি নিজেই পুরুষ ও নারী – দুটি চরিত্রেই অভিনয় করেছেন৷ আসলে সেরা বলাটা ঠিক হবে না, সবচেয়ে খারাপের এই তালিকায় চিত্রনাট্যের কারণেও তিরস্কার পেয়েছেন স্যান্ডলার৷ সেইসঙ্গে সবচেয়ে খারাপ জুটির একজন হিসেবেও তাঁকে বেছে নেওয়া আছে৷ জুটির আরেকজন হলেন বিখ্যাত অভিনেতা অ্যাল প্যাচিনো৷ সবচেয়ে খারাপ সহ অভিনেতার তকমাও জুটেছে তাঁর কপালে৷ তবে গোটা ছবি জুড়ে নয়, ‘কেমিও' বা অতিথি হিসেবে ছোট্ট ভূমিকায় দেখা গেছে তাঁকে৷

BEDTIME STORIES Happy End in Sicht? Patrick (Jonathan Heit), Bobbi (Laura Ann Kesling) und ihr Onkel Skeeter (Adam Sandler) hoffen zusammen mit Jill (Keri Russell), dass Skeeters Traum wahr wird und er das Hotel seines Vaters fortführen kann. ***Nur zur Verwendung für Berichterstattung über den Film***
‘বেডটাইম স্টোরিজ’ ছবির একটি দৃশ্যছবি: DISNEY ENTERPRISES

‘গোল্ডেন ব়্যাসবেরি অ্যাওয়ার্ডস'এর বাছাই প্রক্রিয়া বেশ স্বচ্ছ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬টি রাজ্য ও অন্য ১৭টি দেশের ৬৫৭ জন ভোটার সবচেয়ে খারাপ ছবি ও কলাকুশলীদের মনোনয়ন করে থাকেন৷ এরা ‘গোল্ডেন ব়্যাসবেরি ফাউন্ডেশন'এর সদস্য৷ ‘রটেন টমেটোস' ওয়েবসাইটে প্রায় ৩৫,০০০ ভোটের মাধ্যমে তিরস্কারের প্রার্থীদের বেছে নেওয়া হয়৷

সাধারণত অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঠিক এক সপ্তাহ আগের শনিবার ‘গোল্ডেন ব়্যাসবেরি অ্যাওয়ার্ডস' দেওয়া হয়৷ এবছর উদ্যোক্তারা অনুষ্ঠানটি একদিন পিছিয়ে রবিবার আয়োজন করার লোভ সামলাতে পারেন নি৷ কারণ ১লা এপ্রিল ছিল ‘এপ্রিল ফুলস ডে'৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন/এএফপি, রয়টার্স
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য