কিম’এর ভেনিস জয়
৯ সেপ্টেম্বর ২০১২উচ্চসুদে ঋণ দেয়া এক নিষ্ঠুর ব্যক্তির, তাঁর মা'কে খুঁজে পাওয়ার পর বদলে যাওয়ার চেষ্টার কাহিনি নিয়ে তৈরি হয়েছে পিটা ছবিটি৷
কিম'এর সাফল্যে উল্লসিত দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে দর্শকরাও৷ এশিয়ার সেরা চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' এর প্রতিষ্ঠাতা পরিচালক কিম ডং-হু, কিম'এর সাফল্যকে দক্ষিণ কোরিয়ার ছবির জগতের সবচেয়ে সেরা খবর বলে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রে নতুন যুগের সূচনা হলো৷
দর্শকরাও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কিম'এর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷ তবে সঙ্গে ছিল কিছুটা অস্বস্তি৷ কেননা কিম যখন থেকে ছবি বানানো শুরু করেছেন তখন থেকেই তাঁর ছবিগুলো দক্ষিণ কোরিয়ায় খুব একটা হিট হতে পারে নি৷ বরং সেগুলোর সমালোচনাই হয়েছে বেশি৷ কেননা কিম এর ছবিগুলোতে সাধারণত ভয়ঙ্কর দৃশ্য ও সংঘাতের অবতারণা থাকে৷ থাকে ধর্ষণ আর আত্মহত্যা করতে নিজ শরীরে আঘাত করার অস্বাভাবিক সব দৃশ্য৷ এ কারণে নিজ দেশে কখনো প্রশংসা পান নি কিম৷ বরং দক্ষিণ কোরিয়ার ছবির জগতে তাঁকে একজন বহিরাগত হিসেবেই দেখা হতো৷ ভেনিসে ‘স্বর্ণ সিংহ' জয় হয়তো এখন কিম এর জীবনটাই বদলে দেবে৷
এর আগে ২০০৪ সালে কিম বার্লিন ও ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন৷ তরুণ বয়সে তিনি বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজ করেছেন৷
জেডএইচ / এএইচ (এএফপি)