তুরস্কে আটক মানবাধিকার কর্মীরা
১৮ জুলাই ২০১৭ইস্তানবুলের দক্ষিণের দ্বীপ বুয়িউকাডার এক হোটেল থেকে গত ৫ জুলাই তুরস্কের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক ইদিল এসারসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী সংগঠনের হয়ে কর্মরত এবং সন্ত্রাসে ইন্ধন দেয়ার জন্যই তাঁরা কাজ করছিলেন – পুলিশ এমন দাবি করলেও মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে অভিযোগটিকে ‘বানোয়াট' বলেই দাবি করা হচ্ছিল৷ মঙ্গলবার তুরস্কের একটি আদালত মামলার শুনানি শুরুর আগ পর্যন্ত মানবাধিকার সংগঠন সংশ্লিষ্ট ছয় ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখার আদেশ দেয়ার পরও এমন বক্তব্যই এসেছে৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তুরস্কের গবেষক অ্যান্ড্রু গার্ডনার আদালতের এ রায়কে ‘তুরস্কে অধিকার আন্দোলনের প্রতি চরম আঘাত' হিসেবে বর্ণনা করেছেন৷
অনির্দিষ্টকালের জন্য আটকাদেশ পাওয়া ছয় জনের মধ্যে দু'জন বিদেশি নাগরিকও রয়েছেন৷ তাঁদের একজন জার্মানির, অন্যজন সুইডেনের নাগরিক৷
জার্মান নাগরিক পেটার স্টয়েড্টনার একজন মানবাধিকার প্রশিক্ষক৷ তাঁর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে আদালতের রায়ে বিস্ময়, হতাশা এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ অ্যামনেস্টি ইন্টারশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাও এ রায়ে উদ্বেগ প্রকাশ করেছে৷
জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে কয়েকদিন আগেই জার্মানিতে এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান৷ তখন মানবাধিকার কর্মীদের আটক প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি৷ তাঁর মতে, আটক মানবাধিকারকর্মীরা ২০১৬ সালের ১৫ জুলাইয়ের কথিত ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার নেপথ্যের কারিগরদের হয়েই কাজ করছিলেন৷ ৪৫ বছর বয়সি স্টয়েড্টনারের পার্টনার মাগডালেনা ফ্রয়েন্ডেনশুস বলেছেন, ‘‘পেটার (স্টয়েড্টনার) অভ্যুত্থানের পরিকল্পনা করছিল এ ধারণাটাই হাস্যকর৷''
গত বছরের কথিত ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকেই তুরস্কে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে৷ গণমাধ্যম বা মানবাধিকার কর্মীরা তখন থেকেই চাপের মুখে৷
কথিত ব্যর্থ অভ্যুত্থানের পরই তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়৷ এ পর্যন্ত চার দফা বাড়িয়ে জরুরি অবস্থা এখনো বলবৎ রাখা হয়েছে৷ বেশ কিছু সামাজিক সংগঠন এবং গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে৷ অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ তুলে ৫০ হাজারেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছে৷ বন্দিদের মধ্যে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য, শিক্ষক, বিচারক, সরকারি চাকুরিজীবীসহ অনেক পেশার মানুষই রয়েছেন৷ এছাড়া প্রায় দেড় লক্ষ চাকুরিজীবীকে চাকুরিচ্যুতও করেছে এর্দোয়ান সরকার৷
এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)