তুরস্কে ধৃত আইএস নেতা
৩ মে ২০২১তুরস্কের পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, বাসিম আইএসের সামরিক শাখার প্রধান বলে পরিচিত। আই এস নেতা আবু বকর আল বাগদাদির জানহাত বলেও পরিচিত বাসিম।
তাকে ইস্তানবুলের শহরতলির এলাকা থেকে আটক করা হয়েছে। তার সঙ্গে জাল পাসপোর্ট ছিল। ২০১৭ সালে ইরাক ও সিরিয়ায় আইএস প্রাধান্যের অবসানের পর বাসিমের দেখা পাওয়া যায়নি।
মিডিয়ায় ছবি
বাসিম আটক হওয়ার পর তুরস্কের মিডিয়া নেড়ামাথা, দাড়িওয়ালা একজনের ছবি প্রকাশ করে। সেই সঙ্গে বাসিমের আগেকার ছবিও প্রকাশ করা হয়। সেখানে অবশ্য বাসিমের লম্বা চুল ও দাড়ি। সামরিক পোশাক পরে তরোয়াল ঘোরানোর ছবি।
স্থানীয় সংবাদসংস্থার খবর, সিরিয়া ও ইরাকে বাসিম আইএসের কর্মীদের প্রশিক্ষণ দিত। তাছাড়া সে আইএসের সিদ্ধান্ত গ্রহণকারী কাউন্সিলেরও সদস্য ছিল।
এনডিটিভি জানিয়েছে, ন্যাশনাল ইনটেলিজেন্স অর্গানাইজেশন এবং ইস্তানবুল পুলিশ বাহিনীর যৌথ অপারেশনে বাসিম ধরা পড়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তুরস্ক নিয়মিতভাবে আইএস নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান চালায় ও ধরে। তুরস্কের অভিযোগ, আইএস কর্মীরা সেদেশে নাশকতামূলক কাজের পরিকল্পনা করে।
জিএইচ/এসজি (এপি, রয়টার্স)