তীব্র শীতে আফগানিস্তানে ১৬০ জনের মৃত্যু
২৯ জানুয়ারি ২০২৩দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে, গত সপ্তাহে ঠান্ডায় মৃত্যুর সংখ্যা ৮৮ জনে পৌঁছেছে৷ ৩৪ টি প্রদেশের মধ্যে ২৪টির পরিসংখ্যান অনুযায়ী মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে৷
বন্যা, আগুন আর হিটারের গ্যাস বেরিয়ে এত প্রাণহানী হয়েছে বলে ভিডিও বিবৃতিতে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল রহমান জাহিদ৷
শীতে দেশটিতে প্রায় শখানেক বাড়ি-ঘর ধ্বংস হয়েছে৷ মারা গেছে ৮০ হাজার গবাদি পশু৷
এদিকে তীব্র ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে সহায়তা কার্যক্রমও৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে উত্তর-পূর্ব প্রদেশ বাদাকশানে খারাপ আবহাওয়ার কারণে পৌঁছাতে না পারার কথা জানিয়েছে৷ সেখানে ১৭ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান৷
মানবিক সংকট
এদিকে শীত আফগানিস্তানের মানুষের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে৷ আগে থেকেই দেশটির মানুষ ব্যাপক ক্ষুধা সংকটে রয়েছেন৷ ত্রাণ সংস্থাগুলোর সতর্কবার্তা অনুযায়ী, দেশটির প্রায় চার কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন, যা জনসংখ্যার অর্ধেকেরও বেশি৷ ৪০ লাখ শিশু ভুগছে পুষ্টিহীনতায়৷
২০২১ সালে ইসলামী মৌলবাদি গোষ্ঠী তালেবান ক্ষমতা দখলে নেয়ার পর আফগানিস্তানে বিদেশি সহায়তা ব্যাপকভাবে কমে যায়৷ সেই সাথে যুক্তরাষ্ট্র দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অর্থ জব্দ করায় মানবিক সংকট আরো ঘনীভূত হয়৷
এদিকে শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করে যাচ্ছে তালেবান৷ গত মাসে মানবিক সংস্থাগুলোতে নারীদের কাজের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়৷ এতে অনেক বিদেশি সংস্থা দেশটিতে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দেয়৷
এফএস/এআই (এএফপি, রয়টার্স)