1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

৫ আগস্ট ২০১২

বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে আগামী তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তাব দেবে মালয়েশিয়া৷ রবিবার ঢাকায় মালয়েশিয়া সরকারের বিশেষ দূত দাঁতো সেরি সামি ভ্যেলুর সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের৷

https://p.dw.com/p/15kGZ
Bangladesh government has signed a $140 million loan agreement with the Islamic Development Bank to finance the Padma Multipurpose Bridge project. Finance minister A M A Muhith and IDB president Ahmad Mohammed Ali inked the deal on Tuesday (24.05.2011) morning. 6533455 Foto: Korrespondent in Bangladesch (DW) am 24.05.201 Eingereicht durch: Sanjiv Burman
ছবি: DW

তবে তিনি জানান, পদ্মা সেতুর অর্থায়ন কিভাবে হবে তা এখনো চূড়ান্ত নয়৷

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পিছটান দেয়ার শুরুতেই বাংলাদেশের যোগাযোগ হয় মালয়েশিয়ার সঙ্গে৷ এই নিয়ে এর আগে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারকও সই হয়েছে৷ আজ মালয়েশিয়া সরকারের নির্মাণ বিষয়ক বিশেষ দূত দাঁতো সেরি সামি ভ্যেলুর নেতৃত্ব একটি প্রতিনিধি দল ঢাকায় সচিবালয়ে বৈঠক করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে৷ বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী জানান তারা এপর্যায়ে ‘কনসেশন এগ্রিমেন্ট' এর একটি প্রস্তাব দিয়েছেন৷ পদ্মা সেতু প্রকল্পের কারিগরি কমিটির সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে৷ তবে পদ্মা সেতু নির্মাণে মূল প্রস্তাব পাওয়া যাবে আগামী তিন সপ্তাহের মধ্যে৷

ওবায়দুল কাদের জানান পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি৷ তিনি বলেন এমনও হতে পারে বাংলাদেশের একটি কনসোর্টিয়ামের মাধ্যমে নিজস্ব অর্থায়ন ও দাতাদের অর্থায়নের ব্যবস্থা করা হবে৷ তবে যাই করা হোক না কেন দেশের স্বার্থ রক্ষা করেই সব কিছু হবে৷

মালয়েশিয়ার প্রতিনিধি দলটি পরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গেও বৈঠক করেন৷ পদ্মা সেতু প্রকল্পে মোট খরচ ধরা হয়েছিল ২৯০ কোটি মার্কিন ডলার৷ এরমধ্যে বিশ্বব্যাংক তাদের প্রতিশ্রুত ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ ইতিমধ্যেই বাতিল করেছে৷ মালয়েশিয়া তার প্রাথমিক প্রস্তাবে পদ্মা সেতু নির্মাণে পুরো খরচ বহনেরই প্রস্তাব করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য