1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন রাত দাঙ্গার পর শান্ত নেদারল্যান্ডস, উত্তেজনা তুঙ্গে

২৭ জানুয়ারি ২০২১

করোনা-কড়াকড়ির বিরুদ্ধে পরপর তিন রাত দাঙ্গা হয়েছে নেদারল্যান্ডসে। এখনো পরিস্থিতি যথেষ্ট উত্তেজক। সহিংসতা রুখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

https://p.dw.com/p/3oSta
করোনা-কড়াকড়ির বিরুদ্ধে নেদারল্যান্ডে বিক্ষোভ, সহিংসতা। ছবি: ROB ENGELAAR/ANP/imago images

পরপর তিন রাত ধরে সহিংস দাঙ্গার পর মঙ্গলবার রাতে শান্ত ছিল নেদারল্যান্ডস। তবে উত্তেজনা প্রবল। প্রায় প্রতিটি রাস্তায় পুলিশ টহল দিয়েছে। দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে।

রাত নয়টা থেকে  কারফিউ শুরু হচ্ছে। মঙ্গলবার রাতে কারফিউ শুরুর পরেও আমস্টারডামে বেশ কিছু যুবক রাস্তায় নেমেছিল। কিন্তু তারা কিছু করার আগেই পুলিশ তাদের সরিয়ে দেয়। রটারডামে ৩৩ জনকে পুলিশ আটক করেছে। তারা সামাজিক দূরত্ব মানেনি এবং ভাঙচুরের সঙ্গেও যুক্ত ছিল।

তবে সোমবার রাতের তুলনায় মঙ্গলবার কিছুই হয়নি। সোমবার রাতে গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ব্যাপক লুটতরাজ চলেছে। জাতীয় পুলিশ প্রধান টেলিভিশনে বলেছেন, মঙ্গলবারের ছবি আলাদা ছিল। তবে তিনি জানিয়েছেন, পুলিশ সতর্ক আছে।

করোনার কড়াকড়ির বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল শনিবার রাতে, আমস্টারডামের কাছে একটি মাছ ধরার গ্রামে টেস্টিং সেন্টার ভাঙচুর করে উত্তেজিত জনতা। সামাজিক মাধ্যম জুড়ে এই কড়াকড়ির বিরুদ্ধে জনরোষ দেখা যায়। নেদারল্যান্ডস জুড়ে হিংসা শুরু হয়। প্রচুর পুলিশ নামাতে হয়।

রটারডামের মেয়র ভিডিওবার্তায় বলেছেন, ''ঘুম থেকে ওঠার পর যদি আপনি দেখেন, ব্যাগ ভর্তি লুটের জিনিস রয়েছে, তা হলে কি আপনার ভালো লাগবে? আপনি কি কাল অপনার ছেলেকে মিস করেছেন? আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছিলেন, সে কোথায় ছিল?''

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার নেদারল্যান্ডসে কারফিউ জারি করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানিয়েছে, করোনার নতুন স্ট্রেইন দ্রুত ছড়াচ্ছে। এই স্ট্রেইন আরো ছোঁয়াচে। তাই মানুষকে বাঁচাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রাত নয়টা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত কারফিউ জারি থাকছে। কারফিউ ভাঙলে শাস্তি হচ্ছে ৯৫ ইউরো। কাজ থাকলে, কুকুর নিয়ে বেরোলে বা শোকযাত্রায় সামিল হলে বাইরে বেরনো যাচ্ছে। তবে তাঁদের সার্টিফিকেট দেখাতে হচ্ছে।

নেদারল্যান্ডসে অক্টোবর থেকে বার বন্ধ। স্কুল কলেজও বন্ধ। ডিসেম্বর থেকে অত্যাবশ্যকীয় নয় এমন দোকানও বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে করোনার সংক্রমণ কমেছে। মঙ্গলবার নেদারল্যান্ডসে করোনায় চার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, ডিপিএ)