তালেবানের দেশে আইএস
৩১ জানুয়ারি ২০১৫তালেবানের দেশ বলে পরিচিত আফগানিস্তানের পশ্চমাঞ্চলীয় ফারাহ প্রদেশের খাকি সফেদ জেলার অধিবাসী গোল মোহাম্মদ৷ তিনি নিজে দেখেছেন সে এলাকায় কালো পতাকা হাতে নিয়ে কালো পোশাক পরা কিছু মানুষকে ঘুরে বেড়াতে৷ লোকগুলোকে দেখেই বোঝা যায় তাদের টাকার অভাব নেই৷ অস্ত্র নিয়ে দামি গাড়িতে চড়েই ঘোরাফেরা করে তারা৷ পোশাক এবং পতাকা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর মতো বলে এবং লোকগুলো তালেবানের ভাষায় কথা বলে না বলে স্থানীয়রা তাদের সন্দেহের নজরেই দেখছেন৷ অবশ্য ভয়ও করছে তাঁদের৷ গোল মোহাম্মদ বললেন, কালো পোশাকের লোকগুলো তাঁর কাছে তালেবানের চেয়েও ভীতিকর, ‘‘ওদের আমরা তালেবানের চেয়েও বেশি ভয় পাই৷ এখনো পর্যন্ত ওদের আমাদের শান্তিতে থাকতে দিয়েছে, তবে কতদিন এ অবস্থা থাকবে কে জানে!''
পশ্চিমের ফারাহ প্রদেশের মতো পূর্বের জাবুল এবং দক্ষিণের হেলমান্দেও দেখা গেছে কালো পোশাকের সন্দেহভাজন মানুষদের৷ আফগানিস্তানের সাবেক পানি ও জ্বালানি মন্ত্রী এবং সমর বিশেষজ্ঞ ইসমাইল খান মনে করেন, সরকারের এখনই বিষয়টির দিকে নজর দেয়া উচিত, ‘‘খাকি জেলায় কিছু বিদেশি এসে নিজেদের দলে লোক সংগ্রহ করছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে৷ আমার মনে হয়, আগামী বসন্তের আগেই এখানে যুদ্ধ শুরু হবে৷ সরকারের উচিত আগে থেকেই এমন কিছুর প্রস্তুতি নিয়ে রাখা৷''
আফগানিস্তানের নতুন সরকার বিষয়টিকে মোটেই হালকা করে দেখছে না৷ সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আফগানিস্তান সফরে এসেছিলেন৷ তাঁর সঙ্গে বৈঠকের সময় আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, ‘‘আইএস-এর বিষয়টিকে কম গুরুত্ব দেয়া দু'দেশের জন্যই মারাত্মক ভুল হবে৷ এ বিষয়টিতে দু'দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানো দরকার৷''
তবে এখনো কেউ কেউ মনে করেন যে, দুই তালেবান কমান্ডারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়ায় একটি অংশ আইএস-এ যোগ দিয়েছে৷ তাঁদের মতে, আফগানিস্তানের আইএস-এর অভয়ারণ্য হয়ে ওঠার সম্ভাবনা খুব কম৷ কিন্তু তাঁদের কথায় স্থানীয়দের মনের আতঙ্ক কাটছে না৷