বার্লিন চলচ্চিত্র উৎসব
১৬ ফেব্রুয়ারি ২০১৩বার্লিনালে চিরকালই কান চলচ্চিত্র উৎসবের তুলনায় একটু বেশি সিরিয়াস, সমাজমুখী ও রাজনৈতিক৷ তবে এবার ৬৩তম বার্লিনালে'তে প্রতিযোগিতাকে ‘ভালো থেকে মাঝারি' আখ্যা দিয়েছেন পণ্ডিতমহল৷ আরেকটা দিকও চোখে পড়ার মতো: বিশ্বের নানা কোণে এখন মাঝবয়সী মহিলাদের নিয়ে ছবি করার একটা প্রবণতা দেখা দিয়েছে৷
যৌবন পার হওয়ার পরেও যে জীবনের অনেকটাই পড়ে থাকে, এবং সেই জীবন দিয়েও যে নতুন করে যাত্রা শুরু করা সম্ভব, এই উপলব্ধিটা যেন চারদিকে ছড়িয়ে পড়েছে৷ ‘হলিউড রিপোর্টার' নামধারী ম্যাগাজিনটি লিখেছে: ‘‘চিত্রপরিচালকরা যেন পরিপক্কতা ও অভিজ্ঞতার মূল্য বুঝতে পেরেছেন৷ মহিলাদের যখন বয়স হচ্ছে, তখন তাদের চেহারা ও মনের ছবিটা তারা দেখাতে চেয়েছেন - তা সে সুন্দরই হোক আর অসুন্দরই হোক৷''
চিলির ছবি ‘‘গ্লোরিয়া''-য় অভিনয় করেছেন পাউলিনা গার্সিয়া, যিনি প্রধানত টেলিভিশনেই অভিনয় করতেন৷ ছবিতে তিনি ষাটের কাছাকাছি এক ডিভোর্সি৷ জীবন তাঁকে যতোই ধাক্কা দিক না কেন, তিনি ঠিক গা ঝেড়ে উঠে দাঁড়ান৷ ছবির পরিচালক ৩৮-বছর-বয়সী সেবাস্টিয়ান লেলিও বলেছেন, তিনি নাকি তাঁর মায়ের বন্ধুদের দেখে এই ছবি করার প্রেরণা পান, সেই সব মহিলারা, যারা পিনোচেট'এর নির্মম শাসনকাল দেখেছেন৷
রোমানিয়ার ‘‘চাইল্ডস পোজ'' ছবিটিতে এক ধনী ও জাঁদরেল মা তাঁর ছেলেকে শাস্তি পাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছেন৷ ইতিপূর্বে ছেলে এক দরিদ্র কিশোরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে৷ লুমিনিটা গেয়রগিউ মায়ের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন৷ এমনকি সেরা অভিনেত্রীর পুরস্কারটি পাউলিনা গার্সিয়া না পেয়ে, তিনিই পেতে পারেন, এমন জল্পনা চলেছে৷
ইরানের জাফর পানাহি'র বস্তুত ছবি করা নিষিদ্ধ৷ কিন্তু তিনি তার পরোয়া না করে ‘‘ক্লোজ্ড কার্টেন'' নামের একটি মনোমুগ্ধকর ফিচার ফিল্ম করেছেন, যা জার্মান ফিল্ম সমালোচকদের জরিপে এই ফেস্টিভালের সেরা ছবি - যা খানিকটা বার্লিনালে'র সুনামের সঙ্গেও মেলে৷ বছরের প্রথম বড় ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে বার্লিনালে'তে ছবি শুধু ছবি হলে চলে না, খানিকটা রাজনৈতিক বিবৃতি হতে হয়৷
এসি / এসবি (এএফপি)