1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণদের সতর্ক থাকতে বললেন ম্যার্কেল

১৮ অক্টোবর ২০২০

জার্মানিতে করোনা সংক্রমণ বাড়ছে প্রতিদিন৷ সেই সাথে বাড়ছে দুশ্চিন্তা আর বিধিনিয়মের কড়াকড়ি৷​​​​​​​ 

https://p.dw.com/p/3k5sA
Gipfel der EU-Staats- und Regierungschefs | Angela Merkel
ছবি: Olivier Matthys/AP Pool/dpa/picture-alliance

করোনার বিস্তার রোধে চ্যান্সেলর ম্যার্কেল তরুণদের প্রতি বিভিন্ন অনুষ্ঠান আর পার্টি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন৷ 

আগামী দিনগুলোতে ভালোভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা বা পার্টি থেকে যুব সমাজকে এখন দূরে থাকার অনুরোধ জানান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনা শেষে ম্যার্কেল বলেন, ‘‘করোনা সংকটে  সঠিকভাবে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় একটা  চ্যালেঞ্জ৷ মহামারিতে কত মানুষ মারা যাবে, আমাদের অর্থর্নীতি কোথায় দাঁড়াবে, কিংবা যুব সমাজ, যাদের জীবনের দীর্ঘ সময় সামনে রয়েছে, তাদের কী হবে,  কিছুই বলা যায় না৷''

তিনি বলেন, জার্মানি শক্তিশালী একটি দেশ, কিন্তু তাই বলে সীমাহীন সম্ভাবনার দেশ নয়৷ সুতরাং তরুণদের আরো সতর্ক এবং সাবধান থাকতে হবে৷

এনএস/এসিবি (ডিপিএ)