জার্মানিতে ভ্যাকসিন আসার পরেও মানতে হবে স্বাস্থ্যবিধি
১৩ অক্টোবর ২০২০করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন তৈরির পরেও জার্মানিতে প্রতিদিনের জীবনযাত্রায় সবাইকে করোনা বিধিনিষেধগুলো মেনে চলতে হবে৷ জানিয়েছে, জার্মানির রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কখ ইন্সটিটিউট (আরকেআই)৷
যদিও ২০২১ সালের মধ্যে কমপক্ষে একটি কার্যকর ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সে ভ্যাকসিন সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা খুব কম৷ মঙ্গলবার বার্লিনভিত্তিক সংস্থা আরকেআই জানায়, দৈনন্দিন জীবনে আগামী কিছুদিন সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, ঘরের জানালা দরজা খুলে ভেতরে মুক্ত বাতাস প্রবেশ করানো, খোলা জায়গায় খেলাধুলা করার মতো কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷
আরকেআই-এর তথ্য মতে, জার্মানিতে মঙ্গলবার ২৪ ঘন্টার মধ্যে নতুন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,১২২টি৷ জার্মানিতে সংক্রমণ বাড়ার কারণে আবার কিছু বিধিনিয়ম আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
‘‘করোনার কারণে আগামী কয়েক মাস আমাদের সকলকে ঝুঁকির মধ্যে থাকতে হবে৷'' একথা বলেন রবার্ট কখ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট লোথার ভিলার৷
এনএস/এসিবি (ডিপিএ)