1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ জানুয়ারি ২০১৩

কাউকে কিছু না জানিয়ে সাগর-রুনির একমাত্র শিশুপুত্র মেঘের নিরাপত্তা প্রত্যাহার করে নেয়া হয়েছে৷ এই ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা৷ অথচ ঐ হত্যাকাণ্ডের পর মেঘের নিরপত্তার জন্য সার্বক্ষণিক তিনজন পুলিশ দেয়া হয়েছিল৷

https://p.dw.com/p/17KSL
ছবি: DW

সাগর-রুনি সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের পর থেকে মেঘ ঢাকার পশ্চিম রাজাবাজারে তাঁর নানির বাসাতেই আছে৷ ঐ বাসার এবং মেঘের চলাফেরায় নিরাপত্তার জন্য তখন থেকেই পুলিশ মোতায়েন করা হয়৷ কারণ মেঘ এই হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী৷ কিন্তু হঠাৎ করে মেঘের পরিবারের কাউকে কিছু না জানিয়েই মেঘের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে৷ এতে মেঘের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা৷ তার মামা নওশের রোমান জানান, কি কারণে নিরাপত্তা প্রত্যাহার করা হলো, আর কারাই বা এই প্রত্যাহারের নির্দেশ দিল – তা তাঁরা কিছুই বুঝতে পারছেন না৷

এদিকে, মামলার তদন্তের জন্য আদালত থেকে আরো লোকের ডিএনএ পরীক্ষার অনুমতি নিয়েছে ব়্যাব৷ তবে এতে কোনো আশা পাচ্ছেন না সাগর-রুনির পরিবার৷ তাঁরা মনে করেন, এটি এখন তদন্তের নামে টালবাহানা ছাড়া আর কিছুই না৷

Generalstreik in Bangladesch Dhaka
ব়্যাব হয়রানি করছে, অভিযোগ করেছেন মেঘের মামাছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

নওশের রোমান জানান, সাগর-রুনি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নিজে মেঘের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছিলেন৷ কিন্তু এরপর প্রধানমন্ত্রীর অফিস থেকে আর কোনো যোগাযোগই করা হয়নি৷

মেঘের মামা অভিযোগ করেন, ব়্যাব তাঁদের আবারও জিজ্ঞাসাবাদের নামে হয়রানি শুরু করেছে৷ তিনি বলেন, ডাকলে তাঁরা সবসময়ই সাড়া দেন৷ কিন্তু এবার তাঁদের নামে নোটিশ পাঠানো হয়েছে এবং আদালতের ভয়ও দেখানো হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য