দুর্নীতি আর গুম-এর রাজনীতি
৩১ ডিসেম্বর ২০১২রাজনৈতিক অস্থিতিশীলতা আর সরকার ও বিরোধী দলের উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়েই পার হলো আরেকটি বছর৷ বছরের শুরুতে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি৷ ক্রসফায়ার বন্ধ হলেও, এবার এসেছে ‘গুম'৷ বিএনপি নেতা ইলিয়াস আলী ‘গুম' হন এপ্রিলে৷ মানবাধিকার কর্মীরা বলছেন, ‘গুম' ক্রসফায়ারেরই নতুন সংস্করণ৷ ২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে রাষ্ট্রপতির ক্ষমা করার বিষয়টিও ছিল আলোচনায়৷ তবে বছরের একেবারে শেষভাগে নাড়া দেয় স্কাইপ সংলাপের ঘটনা, যুদ্ধপরাধ ট্রাইবুনাল থেকে পদত্যাগ করতে হয় বিচারপতি নিজামুল হক নাসিমকে৷
আশুলিয়ায় তাজনীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানি শোকার্ত করেছে গোটা জাতিকে৷ এ ঘটনায় পোশাক কারখানার শ্রমিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি আবার চলে আসে সামন৷এছাড়া গেল বছরের মে মাসে বাংলাদেশ ঘুরে যান মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷
আর্থিক খাতে অনিয়ম আর দুর্নীতি ২০১২ সালে কম হয়নি৷ সোনালী ব্যাংকে দেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় অর্থ জালিয়াতির ঘটনা ঘটে৷ রাষ্ট্র মালিকানাধীন অন্য ব্যাংক এবং কয়েকটি বেসরকারি ব্যাংকেও বড় রকমের আর্থিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে৷ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় ছিল ডেসটিনি ও পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের ঘটনা৷ বীমা খাতেও ধরা পড়েছে বড় দুর্নীতি৷ এরই ফাঁকে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, রাজনৈতিক বিবেচনায় নতুন নয়টি ব্যাংকের অনুমোদন দেয়া৷
ডিসেম্বরে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে৷ হামলাকারীদের গ্রেফতার করেছে পুলিশ৷ এমন মৃত্যুর পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন ব্যাপক হারে৷ বর্তমান সরকারের আমলে ২২ জনকে রাষ্ট্রপতি ক্ষমা করেছেন৷ মানবাধিকার সংগঠন অধিকারের সদস্য সচিব অ্যাডভোকেট আদিলুর রহমান এর সমালোচনা করে বলেন, সাজা মওকুফের সংস্কৃতি দায়মুক্তির সংস্কৃতিরই অংশ৷
শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাস দীর্ঘ ১৫ বছর পর জেল থেকে ছাড়া পান ১৪ই ডিসেম্বর৷ তাঁর কারামুক্তি বেশ বিতর্কের জন্ম দেয়৷ বছরজুড়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করেছে বিরোধী দল৷ তবে এখনো দাবি আদায় হয়নি৷ আন্দোলন করার সময় জেলে যেতে হয়েছে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে৷ রাজনৈতিক বিশ্লেষক, দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির মনে করেন, প্রধান দুই দল আওয়ামী লীগ আর বিএনপি'র কাছে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়াটাই আসল, দুটি দল জনগণকে জিম্মি করে রেখেছে৷
স্কাইপ সংলাপের ঘটনায় যুদ্ধপরাধ ট্রাইবুনাল থেকে বিচারপতি নিজামুল হক নাসিমের পদত্যাগের পর থেকে বিচার বাধাগ্রস্থ করার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করে যাচ্ছে৷ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার ও সাবেক জজ ইকতেদার আহমেদ মনে করেন, স্কাইপ সংলাপের মাধ্যমে বিচারপতি নিজামুল হকই সবার আগে বিচার বাধাগ্রস্থ করেছেন৷
সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নিজেদের ভাড়া করা ফ্ল্যাটে খুন হন৷ প্রায় এক বছর হয়ে গেলেও হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি, হত্যাকারীদের এখনো হয়নি বিচার৷ সাংবাদিক নেতারা মনে করেন, প্রকৃত দোষীদের আটক করা হয়নি, বিচার নিয়ে আসলে তামাশা করা হচ্ছে৷৷ বিএফইউজ'এর একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ডয়চে ভেলেকে বললেন, খুনিদের আড়াল করার চেষ্টা চলছে৷
বিদায়ী বছরজুড়ে ব্যাপক আলোচনায় ছিল পদ্মা সেতু দুর্নীতি আর হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা৷ সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে হলমার্ক গ্রুপ৷ পুরো জাতি যখন হতবাক তখন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, এটা কোনো বড় বিষয় নয়৷ অযথা শোরগোল করা হচ্ছে৷
অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে৷ জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্যরাও ক্ষোভে ফেটে পড়েন৷ ফলে এক পর্যায়ে বাধ্য হয়েই নিজের বক্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন অর্থমন্ত্রী৷
২০১২ সালে ডেসটিনিতেও বড় ধরনের আর্থিক অনিয়ম ধরা পড়ে৷ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা ড. আকবর আলী খান মনে করেন, প্রতিষ্ঠানগুলোতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ না থাকলে এ ধরনের দুর্নীতির ঘটনা বন্ধ করা যাবে না৷
বিদ্যুৎ সমস্যার খানিকটা সমাধান হলেও আলোচনায় ছিল ‘কুইক রেন্টাল'৷ তবে কিছু বিদ্যুৎ বাড়ার কথা স্বীকার করলেও অর্থনীতিবিদ মামুন অর রশীদ বলছেন, কুইক রেন্টালের কারণে খরচ অনেক বেড়ে যাচ্ছে৷