1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাণিজ্য মেলা

২৩ জানুয়ারি ২০১২

পহেলা জানুয়ারি থেকে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১২৷ চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত৷ এই মেলায় রপ্তানিযোগ্য বাংলাদেশি পণ্য তুলে ধরেছে বিভিন্ন কোম্পানি৷ এবারের মেলায় ১২টি বিদেশি সংস্থাও অংশগ্রহণ করেছে৷

https://p.dw.com/p/13o44
ফাইল ছবিছবি: DW

রপ্তানি উন্নয়ন ব্যুরো'র সচিব এস এম এহসান কবির তুলে ধরলেন এবারের মেলার নানা বৈশিষ্ট্য৷ মেলার পরিচালক তিনি৷ বাণিজ্য মেলা প্রসঙ্গে তিনি জানালেন,‘‘বাংলাদেশে শুরু থেকেই বাণিজ্য মেলা বিভিন্ন নামে অনুষ্ঠিত হয়েছে৷ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ১৯৯৫ সাল থেকে নিয়মিত প্রতিবছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে৷ এই মেলার নির্ধারিত তারিখ হল পহেলা জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি৷''

সচিব এহসান কবির আরো বললেন যে প্রতিবছর মাননীয় প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন করে থাকেন৷ এবছরও তার ব্যতিক্রম হয়নি৷ প্রায় তিন সপ্তাহ পার হতে চলল৷ বেশ ভালভাবেই মেলা এগিয়ে যাচ্ছে৷ শুক্রবার এবং শনিবার বেশির ভাগ মানুষ মেলায় আসছে৷ ধারণা করা হয় যে ছুটির দিনগুলোতে প্রতিদিন দেড় থেকে দুই লক্ষ লোকের সমাবেশ ঘটে থাকে৷ অর্থাৎ দুদিনে তিন থেকে চার লক্ষ দর্শক আসেন বাণিজ্য মেলা উপভোগ করতে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য