1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডায়ানা’কে নিয়ে ছবি

৯ ফেব্রুয়ারি ২০১২

এক মাথা সোনালি চুল৷ সঙ্গে ভুবনমাতানো হাসি৷ তাঁর নাম শুনলেই চোখের সামনে ভেসে আসে এই ছবি, ঝরে পড়ে দীর্ঘশ্বাস! তিনি আর কেউ নন, তিনি ‘প্রিন্সেস অব ওয়েল্স’৷ এই রাজকুমারীকে ভোলেনি বিশ্ব৷ তাঁকে নিয়েই এবার ছবি হচ্ছে হলিউডে৷

https://p.dw.com/p/1402A
Diana, Princess of Wales, is seen in this portrait by Lord Snowdon taken in July 1982. (AP Photo/) UNITED KINGDOM OUT
প্রিন্সেস ডায়ানাছবি: AP

অপঘাতে মৃত্যুর প্রায় ১৫ বছর পরও এই ‘দুখি রাজকুমারী'-কে ভোলেনি বিশ্ব৷ বরং ১৯৯৭ সালের ৩১শে অগাস্ট ডায়ানা'র রহস্যজনক মৃত্যুতে, তাঁর স্মৃতি এখনও ফ্রেমবন্দি হয়ে আছে হাজারো মানুষের মনে৷

ডায়ানা রাজবধূ ছিলেন৷ কিন্তু প্রিন্স চার্লস'এর সঙ্গে প্রায় ১২ বছর ঘর করার পরও, মনের দিক থেকে রক্ষণশীল ব্রিটিশ রাজপরিবারের একজন হয়ে উঠতে পারেননি৷ তাই এবার, তাঁকে এবং বৃটিশ রাজ পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনকে সেলুলয়েডে বন্দি করতেই উঠে পড়ে লেগেছেন প্রযোজক স্টিফেন ইভান্স৷ তিনি জানান, ছবিটি ডায়ানা'র দেহরক্ষী এবং ঘনিষ্ঠ সহচর কেন হোয়াফ'এর লেখা বই ‘ডায়ানা অ্যা ক্লোজলি গার্ডেড সিক্রেট'-এর ওপর ভিত্তি করে তৈরি হবে৷ প্রিন্স হ্যারি'র জন্মের পর থেকে ডায়ানা-চার্লস বিচ্ছেদ – অর্থাৎ, ১৯৯৬ সাল পর্যন্ত ডায়ানা'র জীবনের সুন্দর ও বিষাদময় সময়গুলোকেই তুলে ধরা হবে রূপালি পর্দায়৷ তাতে মূলত থাকবে ডায়ানা এবং প্রিন্স চার্লসের ভেঙে যাওয়া সম্পর্কের শেষ দিনগুলো৷

ইভান্স বলেন, সে সময় কি ধরণের পরিস্থিতির মধ্যে দিয়ে ডায়ানা'কে যেতে হয়েছিল, সেটাই বের করতে চাই৷ তাই ছবিটি আগাগোড়া ইতিবাচক হবে না৷ ডায়ানা-চার্লস'এর রূপকথার সেই বিয়ে শেষ হয়েছিল তিক্ত বিচ্ছেদে৷ ‘প্রিন্সেস অব ওয়েলস'-এর ঘনিষ্ঠতা হয় হ্যারডস-এর মালিক মিশরীয় ব্যবসায়ী ডোডি আল ফায়েদ'এর সঙ্গে৷ এরপর ব্রিটিশ রাজকুমারের প্রাক্তন ঘরনি যখন নতুন করে জীবনের মানে খুঁজে পাচ্ছেন, ঠিক তখনই, আচমকা মৃত্যু এসে যবনিকা টেনে দেয়৷ প্যারিসের সুড়ঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় ডায়ানা-ডোডি'র গাড়ি৷ মৃত্যু হয় যুগলের৷ তাই ডোডি প্রসঙ্গ এবং প্যারিসের সেই মর্মান্তিক দুর্ঘটনার কথাও থাকবে ছবিতে৷ দেখা যাবে, যেন উইলিয়াম এবং হ্যারি'র ‘আঙ্কেল কেন' গল্প বলছে প্রিন্সেস ডায়ানা'র চলে যাওয়া নিয়ে৷

Princess Diana of Wales smiles as she sits with her sons, Princes Harry, front, and William, on the steps of the Royal Palace on the island of Majorca, Spain, Aug. 9, 1987, where the British Royal family is on holiday with the Spanish King Juan Carlos and his family. (AP Photo/John Redman)
হ্যারি এবং উইলিয়ামকে সাথে নিয়ে ডায়ানাছবি: AP

ছবিতে ঐ ‘আঙ্কেল কেন'-এর ভূমিকায় অভিনয় করবেন ইয়ান ম্যাকগ্রেগর৷ কিন্তু কে হবেন ডায়ানা? এ নিয়ে এখনও চিন্তায় ইভান্স৷ ডায়ানা'র মতো এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব, তাঁর সৌজন্যমূলক আচরণ এবং বন্ধুসুলভ মনোভাবকে ফুটিয়ে তোলা তো চাট্টিখানি কথা নয়! তবে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে শার্লিজ থেরন, ক্যারি মালিগ্যান এবং স্কারলেট জোহ্যানসন'এর নাম৷ ইভান্স'এর কথায়, ‘‘আমরা মেরিল স্ট্রিপ'এর মতো একজনকে খুঁজছি৷ তিনি যেমন নিখুঁতভাবে আয়রন লেডি থ্যাচারকে ফুটিয়ে তুলেছিলেন, সে রকম একজনকেই যে চাই৷''

মনে পড়ে, ৬ই সেপ্টেম্বর লেডি ডায়ানা'র শেষকৃত্যের দিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যেন ভেঙে পড়েছিল গোটা লন্ডন শহর৷ অন্তত ১০ লক্ষ মানুষে পায়ে হেঁটে তাঁর কফিনে ফুল দিতে গিয়েছিল৷ আর টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি দেখেছিল প্রায় ২০০ কোটি ভক্ত-অনুরাগী৷ তাই তাঁকে রূপালি পর্দায় দেখার জন্য দর্শকরা যে ব্যাকুল হবে – তা বলাই বাহুল্য!

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য