ডায়ানা’কে নিয়ে ছবি
৯ ফেব্রুয়ারি ২০১২অপঘাতে মৃত্যুর প্রায় ১৫ বছর পরও এই ‘দুখি রাজকুমারী'-কে ভোলেনি বিশ্ব৷ বরং ১৯৯৭ সালের ৩১শে অগাস্ট ডায়ানা'র রহস্যজনক মৃত্যুতে, তাঁর স্মৃতি এখনও ফ্রেমবন্দি হয়ে আছে হাজারো মানুষের মনে৷
ডায়ানা রাজবধূ ছিলেন৷ কিন্তু প্রিন্স চার্লস'এর সঙ্গে প্রায় ১২ বছর ঘর করার পরও, মনের দিক থেকে রক্ষণশীল ব্রিটিশ রাজপরিবারের একজন হয়ে উঠতে পারেননি৷ তাই এবার, তাঁকে এবং বৃটিশ রাজ পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনকে সেলুলয়েডে বন্দি করতেই উঠে পড়ে লেগেছেন প্রযোজক স্টিফেন ইভান্স৷ তিনি জানান, ছবিটি ডায়ানা'র দেহরক্ষী এবং ঘনিষ্ঠ সহচর কেন হোয়াফ'এর লেখা বই ‘ডায়ানা অ্যা ক্লোজলি গার্ডেড সিক্রেট'-এর ওপর ভিত্তি করে তৈরি হবে৷ প্রিন্স হ্যারি'র জন্মের পর থেকে ডায়ানা-চার্লস বিচ্ছেদ – অর্থাৎ, ১৯৯৬ সাল পর্যন্ত ডায়ানা'র জীবনের সুন্দর ও বিষাদময় সময়গুলোকেই তুলে ধরা হবে রূপালি পর্দায়৷ তাতে মূলত থাকবে ডায়ানা এবং প্রিন্স চার্লসের ভেঙে যাওয়া সম্পর্কের শেষ দিনগুলো৷
ইভান্স বলেন, সে সময় কি ধরণের পরিস্থিতির মধ্যে দিয়ে ডায়ানা'কে যেতে হয়েছিল, সেটাই বের করতে চাই৷ তাই ছবিটি আগাগোড়া ইতিবাচক হবে না৷ ডায়ানা-চার্লস'এর রূপকথার সেই বিয়ে শেষ হয়েছিল তিক্ত বিচ্ছেদে৷ ‘প্রিন্সেস অব ওয়েলস'-এর ঘনিষ্ঠতা হয় হ্যারডস-এর মালিক মিশরীয় ব্যবসায়ী ডোডি আল ফায়েদ'এর সঙ্গে৷ এরপর ব্রিটিশ রাজকুমারের প্রাক্তন ঘরনি যখন নতুন করে জীবনের মানে খুঁজে পাচ্ছেন, ঠিক তখনই, আচমকা মৃত্যু এসে যবনিকা টেনে দেয়৷ প্যারিসের সুড়ঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় ডায়ানা-ডোডি'র গাড়ি৷ মৃত্যু হয় যুগলের৷ তাই ডোডি প্রসঙ্গ এবং প্যারিসের সেই মর্মান্তিক দুর্ঘটনার কথাও থাকবে ছবিতে৷ দেখা যাবে, যেন উইলিয়াম এবং হ্যারি'র ‘আঙ্কেল কেন' গল্প বলছে প্রিন্সেস ডায়ানা'র চলে যাওয়া নিয়ে৷
ছবিতে ঐ ‘আঙ্কেল কেন'-এর ভূমিকায় অভিনয় করবেন ইয়ান ম্যাকগ্রেগর৷ কিন্তু কে হবেন ডায়ানা? এ নিয়ে এখনও চিন্তায় ইভান্স৷ ডায়ানা'র মতো এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব, তাঁর সৌজন্যমূলক আচরণ এবং বন্ধুসুলভ মনোভাবকে ফুটিয়ে তোলা তো চাট্টিখানি কথা নয়! তবে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে শার্লিজ থেরন, ক্যারি মালিগ্যান এবং স্কারলেট জোহ্যানসন'এর নাম৷ ইভান্স'এর কথায়, ‘‘আমরা মেরিল স্ট্রিপ'এর মতো একজনকে খুঁজছি৷ তিনি যেমন নিখুঁতভাবে আয়রন লেডি থ্যাচারকে ফুটিয়ে তুলেছিলেন, সে রকম একজনকেই যে চাই৷''
মনে পড়ে, ৬ই সেপ্টেম্বর লেডি ডায়ানা'র শেষকৃত্যের দিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যেন ভেঙে পড়েছিল গোটা লন্ডন শহর৷ অন্তত ১০ লক্ষ মানুষে পায়ে হেঁটে তাঁর কফিনে ফুল দিতে গিয়েছিল৷ আর টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি দেখেছিল প্রায় ২০০ কোটি ভক্ত-অনুরাগী৷ তাই তাঁকে রূপালি পর্দায় দেখার জন্য দর্শকরা যে ব্যাকুল হবে – তা বলাই বাহুল্য!
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক