1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে উন্মাদনা থেকে শিক্ষালাভ, গণমাধ্যম এড়িয়ে যাচ্ছেন কেট

২৪ মার্চ ২০১১

প্রিন্স উইলিয়ামের সঙ্গে বাগদানের পর থেকেই কেট মিডলটনের দিকে গণমাধ্যমের দৃষ্টি৷ কিন্তু ভেতরের লোকজন বলছে, প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা লাভ করে ফটো শিকারীদের হাত থেকে মিডলটনকে রক্ষা করাই উচিত হবে বলে মনে করা

https://p.dw.com/p/10gfz
প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেট মিডলটনছবি: picture alliance/empics

নভেম্বরে কেট এবং উইলিয়ামের বাগদানের ঘোষণার পর থেকেই ২৯ বছর বয়সি বাদামী চুলের মেয়েটি বিশ্বব্যাপী সংবাদের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন৷ ২৯-শে এপ্রিল বিয়ের আগে যেন সেই আগ্রহ আরো বেড়ে চলেছে৷

বিনোদন সংবাদের জন্যে বিশেষভাবে পরিচিত স্প্ল্যাশ নিউজ এ্যান্ড পিকচার এজেন্সির যুক্তরাজ্য এডিটরিয়াল প্রধান জো সিন কেট মিডলটন সম্পর্কে বলেছেন, ‘‘আমরা যা ভেবেছিলাম, তার চেয়ে বেশি, তিনি স্টার তালিকার এ-ক্যাটাগরিতে রয়েছেন৷ ব্র্যাড পিট এবং এ্যাঞ্জেলিনা জোলির ছবির মতোই তার ছবির চাহিদা৷''

১৯৮১ সালে ডায়ানার বাগদানের আগে থেকে ১৬ বছর পর প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার মৃত্যুর সময় পর্যন্ত তাঁর ব্যাপারে ফটো শিকারীদের যে উন্মাদনা ছিল, কেট'এর বেলায় ফটো শিকারীদের সেই উন্মাদনা অনুপস্থিত৷ আর সেইজন্যে ধন্যবাদ গণমাধ্যম এবং প্রাসাদের গণমাধ্যম রক্ষাকারী নতুন ভূমিকার সম্পর্ককে৷

শীর্ষ স্থানীয় পিআর কন্সালট্যান্ট ম্যাক্স ক্লিফোর্ড বলেছেন, ‘‘উইলিয়াম এবং কেটের চারপাশে এইরকম লোকজন রয়েছেন যারা গণমাধ্যম এবং জনগণের প্রয়োজনটা বুঝতে পারেন৷'' তিনি বলেন, বিয়ের পরে এই দম্পতির গোপনীয়তার বিষয়টিকে সম্মান দেখাতে হবে গণমাধ্যমের৷ ‘‘তবে নিশ্চয়ই এক বছর বা তারও পরে তাদের ছবি তোলার সুযোগ পাবে গণমাধ্যম এবং সময় সময় কথাও বলতে পারবে বৈকি৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন