‘ট্রাম্প প্রেসিডেন্ট হবার অযোগ্য’
১৬ এপ্রিল ২০১৮রবিবার এবিসি নিউজ টেলিভিশনের সাক্ষাৎকারে কোমি এসব মন্তব্য করেন৷ ট্রাম্প কোমিকে বরখাস্ত করেন গতবছর৷ এফবিআই তখন ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনি অভিযানের সঙ্গে রুশযোগাযোগের অভিযোগ তদন্ত করছিল৷
বরখাস্ত হবার পর এটাই ছিল কোমির প্রথম বড় সাক্ষাৎকার৷
ট্রাম্প কোমি ও তাঁর ‘এ হায়ার লয়ালটি’ বা ‘উচ্চতর আনুগত্য’ বইটির ক্রুদ্ধ সমালোচনা করে টুইটারে কোমিকে ‘স্লাইমবল’ বা ‘নোংরার হদ্দ’ বলে অভিহিত করেছেন এবং তাঁকে ‘‘ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এফবিআই প্রধান’’ আখ্যা দিয়েছেন৷ রিপাবলিকান ন্যাশনাল কমিটি বলেছে যে, কোমি তাঁর ‘‘বই বিক্রির জন্য যা খুশি বলতে রাজি’’ এবং তাঁর সাক্ষাৎকারটি প্রমাণ করে যে, ‘‘তাঁর উচ্চতর আনুগত্য একমাত্র নিজের প্রতি৷’’
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ‘অযোগ্যতা’
কোমি বলেছেন, ‘‘তাঁর মানসিক অদক্ষতা বা বয়সের কারণে মতিভ্রম সম্পর্কে যা বলা হয়, তা আমি বিশ্বাস করি না৷ শারীরিক বা মানসিক স্বাস্থ্যের দিক থেকে উনি প্রেসিডেন্ট হবার অযোগ্য বলে আমি মনে করি না৷ উনি নৈতিকভাবে প্রেসিডেন্ট হবার অযোগ্য বলে আমি মনে করি৷ নৈতিকভাবে উনি প্রেসিডেন্ট হবার অযোগ্য৷’’
‘‘আমাদের প্রেসিডেন্টকে শ্রদ্ধার প্রতিমূর্তি হতে হবে এবং দেশের অন্তরতম মূল্যবোধকে মেনে চলতে হবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্যবাদিতা৷ এই প্রেসিডেন্ট তা করতে সমর্থ নন৷’’
আইনের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি
ট্রাম্প যে কোমিকে হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন সম্পর্কে এফবিআই-এর তদন্ত সমাপ্ত করতে বলেন, ট্রাম্পের এই পদক্ষেপে ‘‘বাস্তবিক আইনের প্রক্রিয়ায় বাধা সৃষ্টির কিছু হদিশ আছে,’’ বলে কোমির ধারণা৷ ট্রাম্প উভয়ের মধ্যে এ ধরনের কোনো বার্তালাপের কথা অস্বীকার করলেও তা বাস্তবিক ঘটেছিল বলে কোমি বারংবার দাবি করেছেন৷ তবে ফ্লিন মামলায় তিনি তদন্তকারী বা সরকারি কৌঁসুলি ছিলেন না, শুধুমাত্র সাক্ষী ছিলেন, কোমি এ কথাও উল্লেখ করেছেন৷
রাশিয়া প্রসঙ্গ
রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সংযোগের ব্যাপারে গুপ্তচর বিভাগের অপ্রক্রিয়াজাত খবরাখবর সম্বলিত একটি ‘ডসিয়ের’ বা দলিল আছে বলে কোমির বিশ্বাস৷ তিনি বলেন যে, তিনি গোড়া থেকেই ব্রিটিশ গুপ্তচর বিভাগের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিলের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রতীত ছিলেন৷
নারীর প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি
‘‘যে ব্যক্তি মহিলাদের সম্পর্কে এমনভাবে কথাবার্তা বলেন ও তাঁদের সঙ্গে এমন আচরণ করেন যেন তাঁরা শুধুমাত্র মাংসের টুকরো; যিনি গুরুত্বপূর্ণ বা অকিঞ্চিৎকর বিষয়ে একটানা মিথ্যাভাষণ করে থাকেন, এমন একজন ব্যক্তি নৈতিক বিচারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার উপযোগী নন৷ এবং এটা (আমার) নীতিগত মন্তব্য নয়,’’ বলেন কোমি৷
আনুগত্য
‘‘উনি এফবিআই প্রধান হিসেবে আমার ব্যক্তিগত আনুগত্য দাবি করেছিলেন৷ আমার আনুগত্য মার্কিন জনগণ ও সংবিধানের প্রতি হওয়ার কথা,’’ কোমি মন্তব্য করেন৷ উত্তরে ট্রাম্প টুইটার করেন, ‘‘আমি কোনোদিন কোমির কাছ থেকে ব্যক্তিগত আনুগত্য চাইনি৷ এমনকি আমি এই মানুষটাকে প্রায় চিনি না বলা চলে৷ ওঁর অন্যান্য নানা অসত্যের মধ্যে আরো একটি৷’’
এসি/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)