1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেলিভিশন উপস্থাপকের বিরুদ্ধে এর্দোয়ানের মামলা

৭ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের বিরুদ্ধে এর্দোয়ান সরকারের পদক্ষেপের সমালোচনা করেছিলেন এক উপস্থাপক৷ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকে দিয়েছেন প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ 

https://p.dw.com/p/3aaw4
ছবি: picture-alliance/AA/M. Kamaci

করোনা ভাইরাস রুখতে এর্দোয়ান সরকার এ পর্যন্ত যা করেছে গত কিছুদিন তার কঠোর সমালোচনা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে৷ তবে একটু দেরিতে হলেও নড়েচড়ে বসেছে তুরস্ক৷ 

সোমবার এক সংবাদভাষ্য সে দেশের সরকারের আগের কিছু ভুল পদক্ষেপের কথা উল্লেখ করেছিলেন দপেলের মিরায় এরবে৷ সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে এরদোয়ান সরকারের নিপীড়নমূলক আচরণের সমালোচনাও করেছিলেন তিনি৷ 

তুরস্কের ফক্স টিভি-র উপস্থাপক ফাতিহ পোরতাকাল সে বিষয়ে কিছু বলেননি৷ প্রাইম টাইমে প্রচারিত এক অনুষ্ঠানে এর্দোয়ান সরকারের সমালোচনা করেছিলেন৷ সরকার সম্প্রতি করোনা সংকট সমাধানে গঠন করা তহবিলে সবাইকে অংশগ্রহণ করতে বলায় ফেসবুকে শুধু লিখেছিলেন, ‘‘যাদের ব্যাংকে ডিপোজিট বা কিছু সঞ্চয় আছে, তাদের কাছ থেকেও টাকা চাওয়া হবে কিনা কে জানে৷ দুঃখজনক ব্যাপার হলো, সেরকম কিছু যে ঘটবে না তা জোর দিয়ে বলতে পারছি না আমি৷’’

অনুষ্ঠানে সমালোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীর্যক মন্তব্য সহ্য করতে পারেননি প্রেসিডেন্ট এর্দোয়ান৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘‘একেবারে বানোয়াট এবং অতিরঞ্জিত বিবৃতি’’ প্রচারের অভিযোগ তুলে ফাতিহ পোরতাকালের বিরুদ্ধে মামলা করেছেন তিনি৷ অভিযোগ প্রমাণিত হলে তুরস্কের আইন অনুযায়ী ফাতিহ পোরতাকালের সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে৷

এসিবি /কেএম (ডিপিএ)

২০১৮ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য