জেরুসালেম যাওয়ার অনুমতি
২৩ ডিসেম্বর ২০১৯জেরুসালেমে গিয়ে ক্রিসমাস পালনের অনুমতি পেলেন গাজায় বসবাসকারী খ্রিষ্টানরা। রবিবার টুইট করে এ কথা জানিয়েছে ইজরায়েলের প্রশাসন।
২০০৭ সালে প্যালেস্তাইনের গাজা অঞ্চল হামাস দখল করে নেয়। তার পর থেকেই ওই অঞ্চলকে কার্যত অবরুদ্ধ করে দেয় ইজরায়েল এবং মিশর। গাজায় বসবাসকারী মানুষ বাইরে যেতে পারেন না। গেলে বিশেষ পারমিট করাতে হয়। মূলত মুসলিম অধ্যুষিত গাজায় সব মিলিয়ে হাজারখানেক খ্রিষ্টানের বাস। যার অধিকাংশই গ্রিক প্রোটেস্টান্ট। তবে সামান্য কিছু ক্যাথোলিকও আছে। প্রতি বছরই ক্রিসামাসের সময় জেরুসালেমে প্রার্থনা করতে যাওয়ার দাবি জানান গাজার খ্রিষ্টানরা। কিন্তু সব সময় যাওয়ার সুযোগ তাঁরা পান না। গত বছর বিশেষ অনুমতিপত্রের ব্যবস্থা করেছিল ইসরায়েল। কিন্তু এ বছরও অনুমতি পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত রবিবার দুপুরে অনুমতিপত্র দেওয়া কথা জানালো ইসরায়েল। তবে তার জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছে জেরুসালেমের খ্রিষ্টান ধর্মগুরুদের। দীর্ঘ দিন ধরে তাঁরা ইসরায়েল প্রশাসনের উপর চাপ দিচ্ছিলেন, যাতে তারা অনুমতিপত্রের ব্যবস্থা করে।
গাজায় বসবাসকারী খ্রিষ্টানের সংখ্যা গত কয়েক বছরে চোখে পড়ার মতো কমেছে। অনেকেই দেশ ছেড়ে বাইরে পালিয়ে গিয়েছিলেন। হামাসর অবশ্য দাবি, তারা খ্রিষ্টানদের উপর কোনও রকম অত্যাচার করে না। কিন্তু খ্রিষ্টানদের দাবি বহু সময়েই তাঁদের উপর অত্যাচার হয়। সে কারণেই দেশ ছেড়ে চলে গিয়েছেন অনেকে।
এসজি/জিএইচ (এপি, রয়টার্স)