ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েল
১৪ নভেম্বর ২০১৯বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা থেকে (০৩৩০ জিএমটি) এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ইসলামিক জিহাদের মুখপাত্র মুসাব আল ব্রাহিম জানিয়েছেন৷
আর ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল আভিচাই আদ্রয়ী বলেছেন, ৪৮ ঘণ্টার টানা সহিংসতার পর তারা ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন৷
গত দুদিনের লড়াইয়ের লড়াই শেষ হয়েছে বলে আভিচাই আদ্রয়ী এক টুইট বার্তায় জানিয়েছেন৷ তিনি বলছেন, এরপরেও ইসরায়েল ইসলামী জিহাদের বেদনাদায়ক আঘাত মোকাবেলা করতে সক্ষম৷
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ আর্মি রেডিওকে বলেন, ‘‘নীরবতার জবাব নীরবতা দিয়েই দেওয়া হবে৷ গাজা উপত্যকা বা অন্য কোথাও থেকে ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করলে তাদের উপর হামলা করতে ইসরায়েল দ্বিধা করবে না৷’’
মঙ্গলবার ভোররাতে গাজার নিজ বাড়িতে ইসারায়েলি হামলায় নিহত হন ইসলামিক জিহাদের এক শীর্ষ কামান্ডার৷ এরপর থেকেই দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়৷
গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত হয়েছেন, এদের এক-তৃতীয়াংশই বেসামরিক নাগরিক৷ অন্যদিকে গাজা থেকে ছোড়া কয়েকশ রকেটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছিল৷
দুই দিন ধরে দুপক্ষের হামলা-পাল্টা হামলার পর বৃহস্পতিবার গাজায় আপাতত শান্তি নেমে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷
বার্তা সংস্থাটি বলছে, যুদ্ধবিরতি উদ্যোগের সঙ্গে জড়িত মিশরীয় এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পর তিনি সাময়িক যুদ্ধবিরতিতে উভয় পক্ষের সম্মত হওয়ার কথা নিশ্চিত করেছেন৷
এসআই/কেএম (রয়টার্স, এপি)
২৩ অক্টোবরের ছবিঘরটি দেখুন...