1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েল

১৪ নভেম্বর ২০১৯

মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনির কট্টরপন্থি গোষ্ঠী ইসলামিক জিহাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল৷

https://p.dw.com/p/3Szz5
ছবি: Reuters/A. Cohen

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা থেকে (০৩৩০ জিএমটি) এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ইসলামিক জিহাদের মুখপাত্র মুসাব আল ব্রাহিম জানিয়েছেন৷

আর ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল আভিচাই আদ্রয়ী বলেছেন, ৪৮ ঘণ্টার টানা সহিংসতার পর তারা ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন৷

গত দুদিনের লড়াইয়ের লড়াই শেষ হয়েছে বলে আভিচাই আদ্রয়ী এক টুইট বার্তায় জানিয়েছেন৷ তিনি বলছেন, এরপরেও ইসরায়েল ইসলামী জিহাদের বেদনাদায়ক আঘাত মোকাবেলা করতে সক্ষম৷

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ আর্মি রেডিওকে বলেন, ‘‘নীরবতার জবাব নীরবতা দিয়েই দেওয়া হবে৷ গাজা উপত্যকা বা অন্য কোথাও থেকে ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করলে তাদের উপর হামলা করতে ইসরায়েল দ্বিধা করবে না৷’’

মঙ্গলবার ভোররাতে গাজার নিজ বাড়িতে ইসারায়েলি হামলায় নিহত হন ইসলামিক জিহাদের এক শীর্ষ কামান্ডার৷ এরপর থেকেই দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়৷

গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত হয়েছেন, এদের এক-তৃতীয়াংশই বেসামরিক নাগরিক৷ অন্যদিকে গাজা থেকে ছোড়া কয়েকশ রকেটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছিল৷

দুই দিন ধরে দুপক্ষের হামলা-পাল্টা হামলার পর বৃহস্পতিবার গাজায় আপাতত শান্তি নেমে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷

বার্তা সংস্থাটি বলছে, যুদ্ধবিরতি উদ্যোগের সঙ্গে জড়িত মিশরীয় এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পর তিনি সাময়িক যুদ্ধবিরতিতে উভয় পক্ষের সম্মত হওয়ার কথা নিশ্চিত করেছেন৷

এসআই/কেএম (রয়টার্স, এপি)

২৩ অক্টোবরের ছবিঘরটি দেখুন...