জার্মান ফর্মুলা ওয়ানের শিরোপা হ্যামিল্টনের কাছে
২৪ জুলাই ২০১১রোববার রেসের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণভাবে চালিয়েছেন হ্যামিল্টন৷ রেসের পুরোটা সময় লিড ধরে রাখেন তিনি এবং শেষ পর্যন্ত আগে থেকেই ফিনিশিং লাইন স্পর্শ করেন৷ গত এপ্রিলে চীনের গ্র্যান্ড প্রিক্সের পর আবারও সাফল্য ধরা দিল তাঁর কাছে৷ এদিকে হ্যামিল্টনের পেছনেই মাত্র চার সেকেন্ড পরে রেস শেষ করেন ফেরারির স্প্যানিশ চালক ফার্নান্ডো আলোন্সো৷ সপ্তাহ দুয়েক আগেই ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন আলোন্সো৷ তৃতীয় অবস্থানে ছিলেন রেড বুলের অস্ট্রেলিয়ান চালক মার্ক ওয়েবার৷ আর তাঁর পরেই ছিলেন সতীর্থ এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সেবাস্টিয়ান ফেটেল৷ বলাই বাহুল্য খুব একটা ভালো করলেন না এবার ফেটেল৷
অন্যদিকে, সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও মার্সিডিজের চালক জার্মানির মিশায়েল শুমাখার রেস শেষ করেছেন আট নম্বরে৷ অবসর থেকে ফিরে আসার পর এখনও তেমন সাফল্য আসেনি, তবুও বয়সের ছাপ পড়তে দিতে নারাজ শুমাখার৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই