1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদক খোয়ালেন হ্যামিল্টন, আর্মস্ট্রং এর প্রতারণার অভিযোগ

২১ মে ২০১১

আবারও মাদক কেলেঙ্কারিতে তোলপাড় সাইক্লিং জগত৷ সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন টাইলার হ্যামিল্টন দোষ স্বীকার করে স্বর্ণপদক ফিরিয়ে দিয়েছেন৷ এদিকে সাইক্লিং কিংবদন্তী ল্যান্স আর্মস্ট্রং এর বিরুদ্ধে অভিযোগ আনলো তাঁরই ঘনিষ্ঠ সহযোগী৷

https://p.dw.com/p/11Kl5
ল্যান্স আর্মস্ট্রংছবি: AP

শুরুতে হ্যামিল্টনের কথা বলা যাক৷ গত ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জয়ী এই তারকা অবশেষে তার পদক ফিরিয়ে দিয়েছেন৷ ডোপিং টেস্টে ধরা পড়ে যে অলিম্পিক চলাকালে নিষিদ্ধ মাদক ব্যবহার করেছিলেন টাইলার হ্যামিল্টন৷ এই ঘটনা স্বীকার করার পর অলিম্পিক কমিটি জানায় যে তারা হ্যামিল্টনের পদক বাতিল করবে৷ তার আগেই শুক্রবার যুক্তরাষ্ট্রের এন্টি ডোপিং এজেন্সি জানায় যে হ্যামিল্টন ইতিমধ্যে তার স্বর্ণপদক ফিরিয়ে দিয়েছেন৷ বৃহস্পতিবার মার্কিন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, যে অলিম্পিকের সময় তিনি শক্তি বর্ধক ওষুধ নিয়েছিলেন৷

Der US-Radsportler Tyler Hamilton während der Olympiade 2004
টাইলার হ্যামিল্টনছবি: AP

তবে ওই সাক্ষাৎকারে আরও এক বোমা ফাটালেন হ্যামিল্টন৷ নিজের স্বর্ণপদক তো গেছেই, তার ওপর অভিযোগ তুললেন যে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ল্যান্স আর্মস্ট্রং ও নাকি নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন এবং এই কুকীর্তির সহযোগী ছিলেন তাঁরা দুজনই৷ অনেকের কাছে মনে হতে পারে যে, পদক খুইয়ে এখন আর্মস্ট্রংকে এক হাত নেওয়ার চেষ্টা করছেন হ্যামিল্টন৷ কিন্তু জর্জ হিনক্যাপির বক্তব্যের পর তাদের সেই সন্দেহ আর থাকবে কিনা সেটা বলা মুশকিল৷ কারণ এই হিনক্যাপিকেই গত বছর আর্মস্ট্রং বলেছিলেন, সে আমার ভাইয়ের মত৷

তো সেই ভাইয়ের মত হিনক্যাপি কী বললেন? তিনিও মার্কিন কর্তৃপক্ষকে জানিয়েছেন, যে আর্মস্ট্রং শক্তি বর্ধক মাদক ব্যবহার করতেন, এমনটিই বলা হয়েছে মার্কিন টিভি সিবিএস এর খবরে৷ লস এঞ্জেলেসে জুরিদের সামনে দেওয়া এক সাক্ষ্যদানে এই তথ্য জানিয়েছেন আমর্স্ট্রং এর ঘনিষ্ঠ জর্জ হিনক্যাপি৷ হ্যামিল্টনও সেই জুরিদের সামনে তার অপরাধ স্বীকার করেছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক