জার্মানি বনাম আর্জেন্টিনা
১৩ জুলাই ২০১৪১২০:০০ (+৩) খেলা শেষ৷ জার্মানি ১ - আর্জেন্টিনা ০৷ অভিনন্দন জার্মানি৷ চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতলো ডয়েচলান্ড৷ ২৪ বছর পর স্বপ্নপূরণ হলো জার্মানদের৷
১১৩:০০ গোললল...জার্মানির পক্ষে গোল করলেন মারিও গ্যোটৎসে৷ শ্যুর্লের কাছ থেকে বলে পেয়ে সুন্দরভাবে বল গোলে জড়িয়ে দিলেন তিনি৷
১০৬:০০ শোয়াইনস্টাইগারকে ফাউল করলেন মাসকেরানো৷
১০৫:০০ জার্মানি ০ - আর্জেন্টিনা ০
১০১:০০ জার্মানি ০ - আর্জেন্টিনা ০
৯৬:০০ নয়ারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলেন আর্জেন্টিনার পালাসিও৷
৯১:০০ ভালো সুযোগ তৈরি করেছিল জার্মানি৷ কিন্তু গোল হতে দিলেন না রোমেরো৷
৯০:০০ (+৩) জার্মানি ০ - আর্জেন্টিনা ০৷ খেলা গড়ালো অতিরিক্ত সময়ে৷
৯০:০০ আরও তিন মিনিট খেলা হবে৷
৮৭:০০ জার্মানির ক্লোজের বদলে নামছেন গ্যোটৎসে৷
৮৬:০০ আর্জেন্টিনার পেরেজের জায়গায় মাঠে নামলেন গাগো৷
৮১:০০ ভালো সুযোগ পেয়েছিলেন ক্রোস৷ কাজে লাগাতে পারলেন না৷
৭৮:০০ জার্মানির কর্নার৷
৭৭:০০ হিগুয়াইনকে তুলে নিলেন আর্জেন্টিনার কোচ সাবেলা৷ মাঠে নামলেন পালাসিও৷
৭৫:০০ জার্মানি ০ - আর্জেন্টিনা ০
৭৪:০০ গোলের মেসির শট৷ কিন্তু লক্ষ্যভেদ হলো না৷
৭০:০০ ভালো সুযোগ পেয়েছিলেন জার্মানির শ্যুর্লে৷ কিন্তু গোল করতে পারলেন না৷
৬৪:০০ এবার হলুদ কার্ড পেলেন আগুয়েরো৷
৬৩:০০ ক্লোজেকে ফাউল করলেন মাসকেরানো৷ ফলে রেফারি তাঁকে হলুদ কার্ড দিলেন৷
৬১:০০ শ্যুর্লের পাস থেকে সুযোগ পেয়েছিলেন ও্যজিল৷ কিন্তু কাজে লাগাতে পারলেন না৷
৫৬:০০ ক্লোজের হেড থেকে বল ধরে ফেললেন রোমেরো৷
৫৫:০০ নয়ারের সঙ্গে হিগুয়াইনের সংঘর্ষ৷
৪৭:০০ চমৎকার গোলের সুযোগ পেয়েছিলেন মেসি৷ কিন্তু বল চলে গেল মাঠের বাইরে৷
৪৬:০০ দ্বিতীয়ার্ধের খেলা শুরু৷ আর্জেন্টিনার হয়ে মাঠে নামলেন আগুয়েরো৷
৪৫:০০ (+২) প্রথমার্ধের খেলা শেষ৷ জার্মানি ০ - আর্জেন্টিনা ০
৪৫:০০ (+১) আবারও কর্নার পেল জার্মানি৷ হ্যোভেডেজের হেড বারে লেগে ফিরে এলো৷
৪৫:০০ কর্নার পেল জার্মানি৷ আরও দুই মিনিট খেলা হবে৷
৩৯:০০ সুযোগ পেয়েছিলেন মেসি৷ কিন্তু গোল করতে পারলেন না৷
৩৮:০০ জার্মানি ০ - আর্জেন্টিনা ০
৩৬:০০ শ্যুর্লের শট অসাধারণ দক্ষতায় ঠেকালেন রোমেরো৷
৩৫:০০ কর্নার পেল আর্জেন্টিনা৷
৩৩:০০ জার্মানির দ্বিতীয় হলুদ কার্ড৷ এবার পেলেন হ্যোভেডেজ৷
৩১:০০ জার্মানির প্রথম খেলোয়াড় বদল৷ ক্রামারের বদলে মাঠে নামলেন শ্যুর্লে৷
২৯:০০ হিগুয়াইনের গোল...কিন্তু না অফসাইড৷
২৮:০০ রেফারি শোয়াইনস্টাইগারকে হলুদ কার্ড দেখালেন৷
২৭:০০ ম্যুলারের উদ্দেশে লামের সুন্দর পাস৷ কিন্তু অফসাইড৷
২০:০০ নয়ারকে একা পেয়েও গোল করতে পারলেন না হিগুয়াইন৷
১৬:০০ ক্রামার আহত৷
১৩:০০ ফ্রি-কিক নিলেন ক্রোস৷ বিপজ্জনক হতে পারতো৷
১২:৪৬ সতেরো তম গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন ক্লোজে৷ কিন্তু বলে মাথা ছোঁয়াতে পারলেন না৷
৮:০০ মেসির ভেল্কি৷ কিন্তু গোল হলো না৷
৪:০১ দর্শক সারিতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন আর ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার৷
০:০১ শুরু হলো শিরোপার লড়াই৷ আগুয়েরো আর মারিয়াকে ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনাকে৷ ওদিকে পুরো শক্তি নিয়ে হাজির জার্মানি৷ তবে জার্মান কোচে ল্যোভ হিসেবে শুরুর একাদশে নামিয়েছেন ক্রিস্টোফ ক্রামারকে৷ মাঠে নিরলস ভাবে দৌঁড়ানো এবং নির্ভুল ‘পাস’ দেয়ার সুনামের অধিকারী তিনি৷