জার্মানির সঙ্গে ‘আনুষ্ঠানিক' ও ‘দৃঢ়' সম্পর্ক চায় তালেবান
৫ সেপ্টেম্বর ২০২১জার্মানির পত্রিকা ডি ভেল্ট আম জনটাগকে দেয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, ‘‘জার্মানির সঙ্গে আমরা দৃঢ় ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়তে চাই৷''
তিনি আরো বলেন, তারা বার্লিনের কাছ থেকে আর্থিক সহায়তাও প্রত্যাশা করেন৷ আফগানিস্তানের স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে শুধু জার্মানি নয়, অন্যান্য দেশের কাছ থেকেও সহযোগিতা আশা করছে তালেবান৷
জার্মানরা সবসময়ই আফগানিস্তানে স্বাগত এমনটি জানিয়ে মুজাহিদ বলেন, ‘‘দুঃখজনকভাবে তারা অ্যামেরিকানদের সঙ্গে যোগ দেয়৷ তারপরও তাদের ক্ষমা করে দেয়া হল৷''
এদিকে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রী হাইকো মাস আফগানিস্তানে অর্থ সহায়তা পুনরায় চালুর জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছেন৷ এসব শর্তের অন্যতম হল, সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা৷
গেল মাসে তালেবান কাবুল দখল করে নেয়ার পর সেখানে জার্মানির দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে৷ দেশটিতে উন্নয়ন সহযোগিতা প্রদানও বন্ধ করা হয়েছে৷ তবে আফগান শরণার্থীদের তাৎক্ষণিক সহায়তা দেয়া বন্ধ করেনি বার্লিন৷ বিভিন্ন মানবতাবাদী সংগঠনের মাধ্যমে তা অব্যাহত রেখেছে তারা৷
এদিকে, ইউরোপীয় ইউনিয়নও সীমিত পরিসরে তালেবানের সঙ্গে কাজ করতে একমত হয়েছে৷ তবে তারা বেশ কিছু শর্ত দিয়েছে৷ এর মধ্যে রয়েছে, আফগানিস্তান যেন জঙ্গি-সন্ত্রাসীদের আখড়া না হয়, মানবাধিকার সুরক্ষিত হয়, বিশেষ করে নারী অধিকার যেন রক্ষা করা হয়, দেশের মানুষের কাছে যেন মানবিক সহায়তা বাধাহীনভাবে পৌঁছে দেয়া যায়, এবং বিদেশি ও বিপদে পড়া আফগানরা যেন সুরক্ষিতভাবে দেশত্যাগ করতে পারেন৷
জেডএ/এআই (ডিপিএ, রয়টার্স)