জার্মানিতে সড়ক দুর্ঘটনায় ৪০টি গাড়ির একে অপরকে ধাক্কা
২৫ মার্চ ২০২৪রোববার দুপুরের এই দুর্ঘটনার পর অটোবান এথ্রি-তে এসে পৌঁছায় উদ্ধারকারী হেলিকপ্টার৷ উদ্ধারকর্মী ও পুলিশের কাজে সহায়তার জন্য সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়৷
ভ্যুর্ৎসবুর্গ শহরের পাশের এই উচ্চগতির সড়কে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে প্রায় ৪০টি গাড়ি সরাসরি একে অপরের সাথে ধাক্কা খায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ দ্য বাভারিয়ান রেড ক্রস সংস্থাটির মতে, ৩১জন আহত, আরো চারজনের অবস্থা গুরুতর৷
যেভাবে হলো এই দুর্ঘটনা
তিনটি পৃথক দুর্ঘটনা একই সাথে ঘটার কারণেই এই অটোবানটি বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
পুলিশের মুখপাত্র বলেন, প্রথমে সংঘর্ষ হয় কয়েকটি গাড়ির, তারপরেই সেই একই জায়গায় একের পর এক গাড়ি ধাক্কা খেতে থাকলে পরিস্থিতি সামলাতে বন্ধ রাখতে হয় উচ্চগতির এই সড়ক৷
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে যখন ধাক্কা খাওয়া গাড়ির মধ্যে তিনটিতে আগুন লেগে যায়৷ তার ঠিক ৩০ মিনিট পরেই তৃতীয় দুর্ঘটনা৷ সেখানে আরো কয়েকটি গাড়ি এসে থেমে থাকা গাড়িগুলির গায়ে ধাক্কা খেতে থাকে৷
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রেড ক্রস জানায় যে বেশ বড় আকারেই উদ্ধারের কাজ চলছে৷ দুর্ঘটনাস্থল ও আশেপাশের বন্ধ সড়কের ছবিও পোস্ট করেন তারা৷ তিনটি হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স আসার কথাও জানায় রেড ক্রস৷
বিভিন্ন উদ্ধারকারী সংস্থার কর্মীরা দুর্ঘটনাস্থলে আটকে পড়া আরো ৩০জনের দেখাশোনা করছেন৷
এসএস/কেএম (ডিপিএ)