1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ

২৬ এপ্রিল ২০১৮

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি ইহুদিবিদ্বেষ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় জার্মানির বিভিন্ন শহরে সমাবেশ হয়েছে৷ বার্লিনের সমাবেশে মুসলমানসহ দুই হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন৷

https://p.dw.com/p/2whcm
Deutschland Demonstration gegen Antisemitismus in Berlin | Berlin wears kippa
ছবি: Reuters/F. Bensch

গত সপ্তাহে বার্লিনে ইহুদিদের বিশেষ টুপি ‘কিপা' পরিহিত ইসরায়েলের (ইহুদি নয়) এক তরুণের উপর তিন আরবিভাষী হামলা চালায়৷ ঐ ঘটনার ভিডিও অনলাইনে প্রকাশের পর জার্মানিজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে৷

এর আগে স্কুলগুলোতে ইহুদি শিক্ষার্থীদের নিপীড়নের শিকার হওয়ার কয়েকটি ঘটনা প্রকাশ পেয়েছিল৷ এসব ঘটনার প্রেক্ষিতে জার্মানির কেন্দ্রীয় ইহুদি পরিষদের প্রধান ইওসেফ শুস্টার বড় শহরগুলোতে ইহুদিদের কিপা না পরার পরামর্শ দিয়েছিলেন৷ বুধবার বার্লিনের সমাবেশে তিনি তাঁর এই বক্তব্য আরেকটু স্পষ্ট করে বলেন, আসলে তিনি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে একা কিপা পরে না যাওয়ার কথা বলেছেন৷ তাঁর বক্তব্যে তিনি ইহুদি মা-বাবাদের তাঁদের সন্তানদের দেয়া সাম্প্রতিক পরামর্শের কথাও উল্লেখ করেন৷ ঐ মা-বাবারা তাঁদের সন্তানদের বেসবলের টুপির নীচে কিপা লুকিয়ে রাখার পরামর্শ দিয়েছেন৷ ‘‘২০১৮ সালে এটিই জার্মানির বাস্তবতা,'' বলেন শুস্টার৷

ডয়চে ভেলের প্রতিনিধি জেফারসন চেজ ঐ সমাবেশে উপস্থিত ছিলেন৷

বার্লিন ছাড়াও কোলন ও অন্যান্য বড় শহরগুলোতেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ জার্মানির কেন্দ্রীয় মুসলিম পরিষদ ও তুর্কি গোষ্ঠীগুলো এই সমাবেশের প্রতি সমর্থন জানিয়েছে৷ তুর্কি সম্প্রদায়ের প্রধান গোকায় সোফুগলু বার্লিনের এক পত্রিকাকে বলেছেন, ‘‘আপনি যদি ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়তে চান, তাহলে আপনি ইহুদিবিদ্বেষও সহ্য করতে পারেন না৷ আর আমরা জানি অতীতে জার্মানিতে ইহুদিবিদ্বেষ কোথায় গিয়ে দাঁড়িয়েছিল৷''

জার্মানির দৈনিক ‘টাগেসস্পিগেল' সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গতবছর জার্মানিতে দিনে গড়ে চারটি ইহুদিবিদ্বেষ অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে৷ ২০১৬ সালেও সংখ্যাটি প্রায় সেরকমই ছিল৷ মোট ১,৪৫২টি অপরাধের মধ্যে ১,৩৭৭টির জন্য উগ্র ডানপন্থিরা দায়ী ছিল৷

অবশ্য ফ্রান্স ও বেলজিয়ামের চেয়ে জার্মানিতে ইহুদিবিদ্বেষের ঘটনা এখনও কম বলে জানিয়েছেন বার্লিনের ইহুদি সম্প্রদায়ের নেতা গিডেওন ইওফে৷ তবে সাম্প্রতিক সময়ে বার্লিনে এমন ঘটনা বেড়ে তা ‘অস্বস্তিকর' পর্যায়ে পৌঁছাচ্ছে বলে জানান তিনি৷

ইহুদিবিদ্বেষ ঠেকাতে জার্মানিতে একজন ইহুদিবিদ্বেষ বিষয়ক কমিশনার নিয়োগ দেয়া হয়েছে৷ সাবেক কূটনীতিক ফেলিক্স ক্লাইন আগামী মাস থেকে এই দায়িত্ব পালন শুরু করবেন৷ বার্লিনে বুধবারের সমাবেশে তিনি উপস্থিত ছিলেন৷ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সব ধরনের ইহুদিবিদ্বেষ প্রতিহত করার অঙ্গীকার করেন৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য