1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় পুনর্মিলনের উদ্যোগ

১ জানুয়ারি ২০১৩

জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমির প্রস্তাবের পর কিছুটা নরম হয়েছে আসাদ প্রশাসনের সুর৷ তারা জানায়, শান্তি আনার ‘যে কোন উদ্যোগে’ তারা সঙ্গে থাকবে৷ এদিকে দামেস্কের অদূরে নতুন করে হামলা শুরু করেছে সিরীয় বাহিনী৷

https://p.dw.com/p/17Bf2
U.N.-Arab League peace mediator Lakhdar Brahimi (L) of Algeria and Russia's Foreign Minister Sergei Lavrov attend a joint news conference in Moscow December 29, 2012. The international mediator seeking to end the 21-month-old conflict in Syria met Russia's foreign minister in Moscow on Saturday after talks in Damascus but expectations of progress toward a negotiated solution were low. REUTERS/Sergei Karpukhin (RUSSIA - Tags: POLITICS)
ছবি: Reuters

সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালাকির কাছ থেকে বেশ ইতিবাচক কথা শোনা গেল সোমবার৷ জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমির শান্তি উদ্যোগের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, জাতীয় পুনর্মিলনের উদ্যোগকে সমর্থন করছে তাঁর সরকার৷ এবং বর্তমান যুদ্ধ থামানোর লক্ষ্যে আলাপ-আলোচনার যে কোনো শান্তিপূর্ণ উদ্যোগে তাঁরা সাড়া দেবেন৷ তবে এক্ষেত্রে সিরিয়াতে বিদেশি হস্তক্ষেপ না করার কথাও বলেছেন তিনি৷ হালাকি বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু হয়েছে, তার সমাধান কেবল সিরীয় জনগণই করবে৷

সিরিয়ার পরিস্থিতির সমাধানে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমির প্রস্তাবের পর সিরীয় সরকারের পক্ষ থেকে বেশ ইতিবাচক কথা শোনা গেল৷ রোববার মিশরের রাজধানী কায়রোতে ব্রাহিমি এক সংবাদ সম্মেলনে সতর্ক করে দিয়ে বলেন যে, সিরিয়াতে রাজনৈতিক সমাধান না এলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে৷ তাঁর কথায়, ‘‘সিরিয়ার মানুষকে সন্তুষ্ট করতে ও তাঁদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেখানে একটি রাজনৈতিক সমাধান দরকার৷ নইলে সিরিয়া একটি দোযখে পরিণত হবে৷''

এই সময় ব্রাহিমি আরও জানান যে, রাশিয়ার সঙ্গে তার কথা হয়েছে৷ তিনি আশা করেন, সিরিয়া নিয়ে তিনি যে প্রস্তাব দিয়েছেন তা আন্তর্জাতিক মহল গ্রহণ করবে৷ তবে তিনি কী ধরণের প্রস্তাব দিয়েছেন সেটি খোলাসা করে বলেন নি৷

epa03520294 Arab League Secretary General Nabil al-Arabi (R) speaks withh UN-Arab League Special Envoy to Syria Lakhdar Brahimi, during a meeting at Arab League headquarters in Cairo, Egypt, 30 December 2012. Brahini warmed on 29 December during a visit to Russia that the increasingly sectarian conflict in Syria would lead to dire consequences, and also said he pinned a lot of hope on Russian backing to end the Syrian conflict. EPA/STR
মিশরের রাজধানী কায়রোতে সংবাদ সম্মেলনে ব্রাহিমিছবি: picture-alliance/dpa

এদিকে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে হাজার হাজার শরণার্থী পাশের তুরস্কে আশ্রয় নিয়েছে৷ দেশটির বিদ্রোহীদের প্রতি স্পষ্ট সমর্থন দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এর্দোয়ান৷ সীমান্তবর্তী এলাকাত আকাকালেতে তিনি শরণার্থীদের দেখতে যান৷ এইসময় তাদের উদ্দেশ্যে এর্দোয়ান বলেন, ‘‘প্রতিটি জন্মেরই প্রসব বেদনা রয়েছে৷ সিরিয়ার জনগণ বর্তমানে এমনই এক জন্মের প্রস্তুতি নিচ্ছে, যাতে করে সিরীয় জনগণের হাতে সত্যকার ক্ষমতা আসে৷''

এদিকে, মুখে শান্তি উদ্যোগের প্রতি সহযোগিতার কথা বললেও বিদ্রোহীদের ওপর নতুন করে সাঁড়াশি হামলা শুরু করেছে সিরিয়ার সেনাবাহিনী৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, দামেস্কের উপকণ্ঠে দারায়া শহরে ট্যাঙ্ক নিয়ে অভিযান চালায় আসাদ সেনারা৷ তাদের রকেট হামলায় এক শিশু হয় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী সমর্থকরা৷ তাদের একজন আবু কিনান বলেন, ‘‘গত দুই মাসে দারায়া শহরে এটিই সবচেয়ে বড় হামলা৷ সেনাদের একটি দল দারায়াতে এগুনোর চেষ্টা করছে, তবে ফ্রি সিরিয়ান আর্মির বাধার মুখে পড়েছে তারা৷''

বারজেহ শহরে ৩০ জনের লাশ পাওয়ার খবর পাওয়া গেছে৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর দাবি, এই সব মানুষকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে৷ লাশগুলো চেহারা বিকৃত হয়ে যাওয়ার কারণে তাদের শনাক্ত করা যাচ্ছে না৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হোম্স শহরেও সরকারি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে৷ এছাড়া, বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত রাস্তান এলাকাও ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছে৷

অন্যদিকে, সিরিয়া থেকে রুশ নাগরিকদের সরিয়ে আনতে সেদেশের উদ্দেশ্যে তৃতীয় আরেকটি জাহাজ পাঠিয়েছে রাশিয়া৷

আরআই / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য