জলবায়ু ধর্মঘট
জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটের আগে জলবায়ু বিপর্যয় মোকাবেলায় বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার বিভিন্ন দেশে কর্মসূচি পালন করছেন হাজারো মানুষ৷
দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে শুরু
দিনের প্রথম ধর্মঘটটি নিউ ক্যালেডোনিয়ার ফ্রেঞ্চ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুরু হয়৷ এই দ্বীপপুঞ্জের বাসিন্দারা সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা প্রবাল প্রাচীরগুলো রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন৷ সমুদ্রের স্তর বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দ্বীপ দেশগুলো৷
সলোমন দ্বীপপুঞ্জ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শত শত দ্বীপ নিয়ে গঠিত সলোমন দ্বীপপুঞ্জের শিক্ষার্থীরা শুক্রবার সকালে বিদ্যালয়ে না গিয়ে জলবায়ু বিপর্যয় কীভাবে তাদের দেশকে হুমকির মুখে ফেলেছে তা তুলে ধরেন৷
অস্ট্রেলিয়ায় হাজারো মানুষ
অস্ট্রেলিয়ায় বিক্ষোভকারীরা বলছেন, তারা চান সরকার ও ব্যবসায়ীরা যেন ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায়া নামিয়ে আনার ঘোষণা দেন৷ তারা বিশ্ব নেতাদের আসন্ন জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন সামিটে এনিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান৷
দক্ষিণ-পূর্ব এশিয়া
থাইল্যান্ডের শিক্ষার্থীরা ব্যাংককের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের বাইরে এই আন্দোলনে অংশ নেন৷ বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকমিয়া এভিনিউয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন৷
ঢাকায় বিক্ষোভ
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থী ও জলবায়ু কর্মীরা রাজধানী ঢাকায় এই কর্মসূচি পালন করেছেন৷ বাংলাদেশে অনেক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে৷
বোর্নিও জ্বলছে
বিক্ষোভকারীরা ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জ বোর্নিওয়ের পালাংকা রায়ে জড়ো হয়েছিলেন৷ পাম তেল চাষের কারণে বোর্নিওতে ইতোমধ্যে বন উজাড় হচ্ছে৷
একজন গ্রেটা টুনব্যার্গ
সুইডেনের ১৬ বছর বয়সি গ্রেটা টুনব্যার্গ ২০১৮ সালের আগস্টে জলবায়ু আন্দোলন শুরু করেছিলেন৷ এরপর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিচ্ছেন৷ জলবায়ু সম্মেলনে অংশ নিতে পালতোলা নৌকায় করে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন টুনব্যার্গ৷