1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ুর পরিবর্তন মানসিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর

৩১ আগস্ট ২০১১

অতিবৃষ্টি, প্লাবন, প্রবল ঘূর্ণিঝড়, এ’সব প্রাকৃতিক বিপর্যয় তো আছেই৷ এবং তাদের প্রভাব শুধু মানুষের বাসস্থানের উপরেই পড়বে না, মানসিক স্বাস্থ্যের উপরেও পড়বে৷ অস্ট্রেলিয়ায় গবেষকরা সেই সিদ্ধান্তেই পৌঁছেছেন৷

https://p.dw.com/p/12QMf
08.07.2011 DW-TV Magazine Global 3000 Klima Indien 3
ছবি: DW-TV

রিপোর্টটি প্রকাশ করেছে সিডনি বিশ্ববিদ্যালয়ের ব্রেন অ্যান্ড মাইন্ড ইনস্টিটিউট৷ সাম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতে গবেষকরা দেখেছেন, জলবায়ু সংক্রান্ত চরম ঘটনাবলি জনস্বাস্থ্যের পক্ষে আন্তরিক ঝুঁকি সৃষ্টি করে, মানসিক স্বাস্থ্যও তার মধ্যে পড়ে৷ অপরদিকে আবার তা থেকে অর্থনীতি এবং বৃহত্তর সমাজের ক্ষতিও কম নয়৷

বিশ্বব্যাপী উষ্ণায়নের ফল অস্ট্রেলিয়া মহাদেশেও দেখা দিয়েছে৷ সাম্প্রতিক কয়েক বছরে অস্ট্রেলিয়া এক চরম খরার প্রকোপে পড়েছে, অস্ট্রেলীয়রা যার নাম দিয়েছে ‘‘দ্য বিগ ড্রাই''৷ সেই সঙ্গে রয়েছে অরণ্যে দাবানল এবং খরার উল্টো পিঠ হিসেবে বন্যা৷ সব মিলিয়ে এই সব ঘটনা বহু মানুষের জীবন নিয়েছে এবং বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছে৷ জলবায়ু পরিবর্তনের ফলে বর্ধিত এই সব প্রাকৃতিক ঘটনাবলি বহু জনপদ, খামার এবং ব্যবসায় ধ্বংস করেছে৷ কিন্তু তাদের মানসিক ফল যাচাই করার কোনো প্রচেষ্টা এযাবৎ করা হয়নি৷

Spaziergaengerinnen mit einem Regenschirm stehen am Freitag (07.01.11) in Trier auf die Hochwasser tragende Mosel. Tauwetter und Regen haben am Freitag die Pegel vieler Fluesse stark ansteigen lassen. In Rheinland-Pfalz wiesen vor allem Rhein, Mosel, Lahn und Nahe stark steigende Pegel auf. In Koblenz richtet sich die Berufsfeuerwehr auf das schlimmste Hochwasser seit zehn Jahren ein. Mehrere Bundesstrassen im Raum Cochem wurden gesperrt. Die Situation wird sich in den kommenden Tagen wahrscheinlich verschaerfen. Laut Deutschem Wetterdienst regnet und taut es weiter. (zu dapd-Text) Foto: Harald Tittel/dapd
ছবি: dapd

অপরদিকে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চরম প্রাকৃতিক ঘটনাবলির পর অস্ট্রেলিয়ায় মাদকগ্রহণ এবং মদ্যপান বাড়ে, সহিংসতা, বিবাহ বিচ্ছেদ এবং আত্মহত্যার ঘটনা বাড়ে৷ শহরতলি এবং গ্রামাঞ্চলে তার প্রভাব পড়ে আরো বেশি৷ প্রাকৃতিক বিপর্যয়ের আগে দুশ্চিন্তা, এবং পরে দুঃস্বপ্ন থেকে শিশুরাই সবচেয়ে বেশি ভোগে৷ যদিও গবেষণার বিষয়বস্তু হল অস্ট্রেলিয়া, গবেষকরা মন্তব্য করেছেন যে, দরিদ্র দেশগুলিতে বিপর্যয়ের মোকাবিলা করার ক্ষমতা আরো কম হওয়ার ফলে সেখানে মানসিক স্বাস্থ্যগত ফলশ্রুতি আরো বেশি হবে৷

সব মিলিয়ে গবেষকরা বলছেন, জলবায়ু-সংক্রান্ত ঘটনাবলি থেকে মানসিক স্বাস্থ্য জনিত সমস্যা - যেমন অবসাদ, দুঃশ্চিন্তা এমনকি আত্মহত্যার প্রবণতা - দেখা দেবার সম্ভাবনা প্রবল৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য