1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসায় নোবেল পেলেন যাঁরা

২ অক্টোবর ২০১৭

শরীরবৃত্ত ও ভেষজবিদ্যায় নোবেল পুরস্কার জয় করলেন জেফ্রি সি হল, মাইকেল রসব্যাশ ও মাইকেল জে ইয়ং৷ শরীরের ‘বায়োলজিক্যাল রিদম’ নির্ধারণ করে এমন একটি জিন শনাক্ত করে এ পুরস্কার পেলেন তাঁরা৷

https://p.dw.com/p/2l6H7
ছবি: Getty Images/AFP/J. Nackstrand

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি হল, রসব্যাশ ও ইয়ং-কে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত করলেন, কেননা, যে মলিকিউলার মেকানিজম শরীরের ‘বায়োলজিক্যাল ক্লক’ নিয়ন্ত্রণ করে, এই তিন গবেষক তা আবিষ্কার করেছেন৷

‘‘উদ্ভিদ, প্রাণী ও মানব শরীর কিভাবে তাদের দৈনন্দিন কর্মচক্রকে দিবারাত্রির ছন্দের সঙ্গে খাপ খাইয়ে নেয়,’’ বিজ্ঞানীদের আবিষ্কার থেকে তার ব্যাখ্যা পাওয়া গেছে বলে নোবেল অ্যাসেম্বলির তরফ থেকে পুরস্কার ঘোষণার সময় বলা হয়৷

মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে৷ বুধবার ঘোষিত হবে রসায়নে নোবেল বিজেতার নাম৷ এছাড়া সাহিত্যে নোবেল বিজয়ীর নাম বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে৷

মাধ্যাকর্ষণ তরঙ্গের আবিষ্কার এ বছর পদার্থবিদ্যায় নোবেল জিতবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ অ্যালবার্ট আইনস্টাইন তাঁর জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে মাধ্যাকর্ষণ তরঙ্গের অস্তিত্বের কথা বলেছিলেন৷ শেষমেষ ২০১৫ সালে সেই মাধ্যাকর্ষণ তরঙ্গ পর্যবেক্ষণ করা সম্ভব হয়৷

রসায়নে নোবেলের ক্ষেত্রে এবার প্রথাগত বুনিয়াদি গবেষণাকেই সেই সম্মান দেওয়া হবে বলে মনে করা হচ্ছে; বিশেষ করে সেই বিজ্ঞানীরা এবার সম্মানিত হবেন, যারা নিহোনিয়াম বা মস্কোভিয়ামের মতো পিরিওডিক টেবিলের নতুন এলিমেন্ট আবিষ্কার করেছেন, যার ফলে সপ্তম ‘পিরিওড’-টি পূর্ণ করা সম্ভব হয়েছে৷

শুক্রবার অসলো থেকে ২০১৭ সালের শান্তি নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে৷ অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষিত হবে অক্টোবরের ৯ তারিখে৷

সব বিভাগে নোবেল পুরস্কারের মূল্য ১১ লাখ ডলার বা ৯ লাখ ৪০ হাজার ৫০০ ইউরো৷ পুরস্কার প্রদান করা হবে আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী, অর্থাৎ ডিসেম্বরের ১০ তারিখে৷

এসি/এসিবি (ডিপিএ, এপি, এএফপি)

২০১৩ সালের ৪ ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...