চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে সাত জনের মৃত্যু
১৭ নভেম্বর ২০১৯চট্টগ্রামের পাথরঘাটায় রোববার সকালে একটি পাঁচতলা ভবনের সামনে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এতে বাড়িটির সীমানা প্রাচীরের এক অংশ ধ্বসে পড়ে৷ দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত পথচারীর৷ স্থানীয় থানার ওসি মোহাম্মদ মহসিনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এপি৷
ঘটনাস্থল থেকে আহত অন্তত পঁচিশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মহসিন৷ ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিস৷ কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে ১৭ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে সাতজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী সংবাদ মাধ্যমটিকে জানান, বিল্ডিংয়ের নিচতলায় সীমানা প্রাচীরের পাশেই ওই বাড়ির গ্যাস রাইজার ছিল৷ সেখানেই বিস্ফোরণ হয়েছে৷
তিনি বলেন. ‘‘হয়ত রাইজারে কোনো সমস্যা ছিল, হয়ত লিকেজ থেকে গ্যাস বের হয়ে জমে গিয়েছিল৷ সকালে বাসায় কেউ আগুন ধরালে তাতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে৷''
৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল বালি বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন,‘‘বিস্ফোরণের পর ভবনের সীমানা প্রাচীর ভেঙে রাস্তায় মানুষের ওপর পড়ে৷ আমরা পিকআপ ভ্যানে করে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠিয়েছি, তাদের মধ্যে পথচারীও ছিল৷ ক্ষতিগ্রস্ত রিকশা এখনও রাস্তায় পড়ে আছে৷''
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন৷ আহতদের চিকিৎসার ব্যয়ভার সিটি করপোরেশন থেকে বহন করা হবে জানান তিনি৷
নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়ার কথা বলেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন৷ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জে এম শরিফুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
এফএস/এআই (এপি, রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)