1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ দাবানলে জ্বলছে

৯ আগস্ট ২০২১

দাবানলের গ্রাসে ইউরোপ। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ জ্বলছে। রাশিয়ায় পরমাণু গবেষণা কেন্দ্রের কাছাকাছি আগুন পৌঁছে গেছে।

https://p.dw.com/p/3yjWq
গ্রিসে দাবানলের ছবি। ছবি: ANGELOS TZORTZINIS/AFP/Getty Images

এথেন্সের শহরতলির আগুন নেভানো সম্ভব হয়েছে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ার অবস্থা খারাপ।  সেখানে ঘন জঙ্গল দাবানলের আগুনে জ্বলছে। স্থানীয় মানুষ ও পর্যটকরা পালাচ্ছেন। স্থানীয় মানুষ চান আগুন নেভানোর জন্য সরকার আরো তৎপর হোক।

কিন্তু গ্রিসেও প্রবল হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নেভানো ও উদ্ধারের কাজে অসুবিধা হচ্ছে। সেখানে এখন এমন অবস্থা যে, কেবলমাত্র সমুদ্রপথেই মানুষ অন্যত্র যেতে পারছেন।

Griechenland  | Insel Euböa: Feuer in Gouves
গ্রিসে দাবানলের তাণ্ডব। ছবি: ANGELOS TZORTZINIS/AFP/Getty Images

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ''আমরা এই রকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। আমাদের সব কর্মী মিলে আগুনের মোকাবিলা করার চেষ্টা করছেন।'' এভিয়াতে ৫৭০টি দমকল আগুন নেভানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই পশ্চিম গ্রিসে আগুন নেভানোর চেষ্টা করার সময় একটি বিমান ভেঙে পড়েছে। তবে পাইলট প্লেন থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন।

তুরস্কের স্থিতি

তুরস্কে এখনো ছয়টি দাবানল জ্বলছে। সেগুলি নেভানো সম্ভব হয়নি। গত এক দশকের মধ্যে এত ভয়ংকর দাবানল তুরস্কে আগে দেখা যায়নি।

রাশিয়া জ্বলছে

রাশিয়ায় সারোভ শহরের কাছে একটি পরমাণু গবেষণা কেন্দ্রের কাছে দাবানল চলে এসেছে। সরকারি কর্মকর্তারা রীতিমতো উদ্বিগ্ন। সেখানে প্রচুর দমকল পাঠানো হয়েছে। রাশিয়াজুড়ে সাড়ে তিন লাখ হেক্টরের বনভূমিতে আগুন জ্বলছে। স্মরণকালের মধ্যে এত খারাপ অবস্থা রাশিয়ায় হয়নি।

ইটালিতেও দাবানল

ইটালিতেও দাবানল কাবুতে আনা যাচ্ছে না। সেখানে এখন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আর্দ্রতার পরিমাণ খুব কম। প্রবল হাওয়া বইছে। তাই দাবানল নেভাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)