1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংগীত শিল্পী

মারুফ আহমদ২৭ ডিসেম্বর ২০১২

সমকালীন পপ সংগীতাঙ্গনে জনপ্রিয় এক তারকা রিকি মার্টিন৷ পোয়ের্তো রিকো’র এই লাতিন পপ সংগীত শিল্পী বিশ্বব্যাপী তাঁর অনুরাগীদের উপহার দিয়েছেন সব ভিন্ন স্বাদের গান৷

https://p.dw.com/p/179KN
NEW YORK, NY - MAY 07: (EXCLUSIVE COVERAGE) Ricky Martin attends an interview with "Extra" host Mario Lopez at the Hard Rock Cafe New York on May 7, 2012 in New York City. (Photo by Andrew H. Walker/Getty Images)
Ricky Martin Latin Pop Sängerছবি: Getty Images

গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা রিকি মার্টিন, নব্বই দশকের শুরু থেকেই ল্যাটিন অ্যামেরিকা ও স্পেন-এর রক-পপ সংগীতাঙ্গনে কুড়িয়েছিলেন বিপুল জনপ্রিয়তা৷ ১৯৯৯ সালে ইংরেজি ভাষায় তাঁর প্রথম স্বনামের অ্যালবামটি তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি ৷

বিশ্বব্যাপী প্রায় দু'কোটিরও বেশি কপি বিক্রির মধ্য দিয়ে, আন্তর্জাতিক পপ সংগীতাঙ্গনে রিকি মার্টিন হয়ে ওঠেন এক মধ্যমণি৷ ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের জন্য ‘ফিফা' বেছে নিয়েছিল তাঁর ‘লা কোপা দে লা ভিদা' বা ‘দা কাপ অফ লাইফ' গানটি৷ বছরের সেরা সংগীত হিসেবে গ্র্যামি পরস্কারে ভূষিত হয় এই গান৷

তাঁর আসল নাম এনরিকে হোসে মার্টিন মোরালেস৷ জন্ম ১৯৭১ সালে ২৪শে ডিসেম্বর পোয়ের্তো রিকো'র সান হুয়ান শহরে৷ ছয় বছর বয়স থেকেই গান গাইতে শুরু করেন তিনি৷ নানা ছিলেন একজন কবি৷ তাঁর কাছ থেকেই গীতিকবিতা রচনায় উদ্বুদ্ধ হন রিকি৷ নয় বছর বয়স থেকে পোয়ের্তো রিকো'র টেলিভিশন বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন তিনি৷ মাত্র ১২ বছর বয়সে, তরুণ সংগীত গোষ্ঠী ‘মেনুডো'-তে যোগ দেয়ার সুযোগ পান৷ এরপর ১৭ বছর বয়সে তিনি চলে আসেন মেক্সিকো সিটিতে৷ সেখানেই শুরু করেন নিজের একক ক্যারিয়ার৷ চুক্তিবদ্ধ হন রেকর্ড কোম্পানি ‘সনি মিউজিক'-এর সাথে৷

Week 52/12 LS 4 Music - MP3-Mono

সে সময় তাঁর দেখা হয় এককালীন ব্যান্ড বন্ধু রোবি রোজার সঙ্গে৷ তাঁরই সাথে পরপর দুটি সফল অ্যালবামের মধ্য দিয়ে ল্যাটিন সংগীত জগতে রিকি হয়ে ওঠেন এক সুপার স্টার৷ সেই থেকেই শুরু হয় তাঁর সফল সংগীত জীবন৷

তাঁর ল্যাটিন পপ গানে মিশেছে প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীতের প্রভাব৷ সমাজ সেবায় উদ্বুদ্ধ রিকি প্রতিষ্ঠা করেছেন ‘রিকি মার্টিন ফাউন্ডেশন'৷ এর সাথে বেশ কিছু মানবিক উন্নয়ন প্রকল্পেরও তিনি অন্যতম পৃষ্ঠপোষক৷ বিশ্বব্যাপী ছয় কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ ‘হলিউড ওয়াক অফ ফেম'-এ তাঁর নামের একটি তারকা রয়েছে৷ এছাড়া, একাধিক গ্র্যামিসহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন রিকি মার্টিন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য