1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাংনাম স্টাইল

২২ ডিসেম্বর ২০১২

লেডি গাগা, রিহানা, শাকিরা কিংবা বিবারের মতো তারকাদের যুগের ইতি ঘটিয়ে যেন নতুন সাই যুগের সূচনা করেছেন গাংনাম তারকা পার্ক জায়ে-সাং৷ এদিকে, জনপ্রিয়তায় তুঙ্গে থাকা সাই যুক্তরাষ্ট্রে বাড়ি কিনলেন বলে জানা গেছে৷

https://p.dw.com/p/177u0
Singer Psy (C) performs at the Seoul Plaza in front of Seoul city hall October 4, 2012. Local media reported that about 80,000 fans gathered to cheer Psy at a free concert staged to thank fans in Seoul. The quirky dance track "Gangnam Style" became a global sensation that has clocked up more than 300 million views on YouTube since its release in July. REUTERS/Kim Hong-Ji (SOUTH KOREA - Tags: ENTERTAINMENT SOCIETY)
ছবি: Reuters

শনিবার ইন্টারনেটের জগতে হিটের বিবেচনায় কোটিপতি বনে গেছেন গাংনাম তারকা সাই৷ ইন্টারনেটে কোন ভিডিও বিলিয়নেরও বেশি হিট পাওয়ার প্রথম ঘটনাটি ঘটলো দক্ষিণ কোরীয় এই ক্যারিশমাটিক শিল্পী ও নাচিয়ের ভিডিও দিয়ে৷ ইন্টারনেটে সাই এর ঘোড়ায় চড়ার ধাঁচের নাচের ভিডিওটি ছেড়ে দেওয়া হয় মাত্র পাঁচ মাস আগে ১৫ই জুলাই৷ অথচ এই সময়ের মধ্যে একে একে রেকর্ড গড়ে চলেছে এই জাদুকরি ঢঙের নাচের কায়দা৷ শনিবার গ্রিনউইচ মিনটাইম সাড়ে ছয়টায় গাংনাম স্টাইলের ভিডিও'টির হিট দাঁড়ায় ১,০১০,৩২১,৯২১৷ লাখ-কোটির হিসাবে অংকটি দাঁড়ায় একশ'এক কোটি তিন লাখ একুশ হাজার নয়শ' একুশ৷

এই সংখ্যা দেখেই সাই টুইট করেন, ‘শেষ পর্যন্ত বিলিয়ন স্টাইলে পরিণত হয়েছে এটি'৷ তাঁর এই ঐতিহাসিক রেকর্ড দেখে সাইকে প্রথম অভিনন্দন জানিয়েছেন নব্বই এর দশকের মার্কিন ব়্যাপার এমসি হ্যামার৷ তিনি লিখেছেন, ‘অভিনন্দন! তুমি ইতিহাস গড়েছো! একশ' কোটি দর্শক!' এমন অভাবনীয় সাফল্য দেখে উল্লসিত সাই তাঁর নতুন ব্যবস্থাপক স্কুটার ব্রাউনকে ধন্যবাদ জানিয়েছেন এই বলে যে, ‘আমি একশ' মিলিয়ন হিট কুড়িয়েছিলাম৷ আর বাকি নয়শ' মিলিয়ন হিট তুমি আমাকে সংগ্রহ করে দিয়েছো৷ তুমি অন্য এক মায়ের গর্ভে জন্মে নেওয়া আমারই ভাই৷''

http://www.youtube.com/watch?v=UWMqa8Ev44g ***Nur im Zusammenhang mit Berichterstattung über Youtube zu verwenden*** ***Youtube muss im Artikel erwähnt werden***
ছবি: Youtube

উল্লেখ্য, ব্রাউনের প্রতিষ্ঠানই ক্যানাডিয়ান তারকা জাস্টিন বিবারের ‘বেবি' গানের ভিডিও'র জন্য সাফল্যজনক হিট সংগ্রহ করতে সক্ষম হয়েছিল৷ তবে প্রায় এক মাস আগে বিবারকে ছাড়িয়ে গেছেন সাই৷ অবশ্য বিবার এখনও সাই এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে৷ শনিবার বিবারের সেই ভিডিও'র হিট ছিল ৮১৩ মিলিয়নের কিছু বেশি৷ 

যাহোক, গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত কয়েক মাসে ৭.৯ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছেন সাই৷ এর মধ্য থেকে নগদ ১.২৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে ব্লেয়ার হাউস ভবনের ২৯ তলায় ২ হাজার ৭০০ স্কয়ার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি৷ এতে দুটি শোবার ঘর আছে৷ এছাড়া বছরের সেরা শব্দ হিসেবে ‘গাংনাম স্টাইল'কে বেছে নিয়েছে যুক্তরাজ্যের কলিন্স ডিকশনারি৷ অভিধানটির উপদেষ্টা সম্পাদক আয়ান ব্রুকস বলেছেন, ‘‘সারা বছরের গল্প পাওয়া যাবে এমন শব্দ খুঁজছিলাম৷ ‘গাংনাম স্টাইল' তেমনই একটি শব্দ৷''

এএইচ / আরআই (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য