গাজায় ইসরায়েলের বিমান-হামলা, মৃত ১০
৯ মে ২০২৩স্থানীয় সময় রাত দুটো (জিএমটি-র হিসাবে রাত এগারোটা) নাগাদ এই বিমান-হামলা হয়। ইসরায়েলের সেনার তরফ থেকে জানানো হয়েছে, তাদের জেট বিমানগুলি লক্ষ্যে আঘাত করেছে। ফিলিস্তিনের ইসলামিক জেহাদি মুভমেন্টের নেতাদের উপর আক্রমণ করতে চেয়েছে সেনা।
ইয়রায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দশজন মারা গেছেন এবং প্রচুর মানুষ আহত হয়েছেন।
গাজায় একটি আবাসিক এলাকায় এই আক্রমণ চালানো হয়। ইসলামিক জিহাদ মুভমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, বিমান হামলায় তাদের তিনজন নেতা নিহত হয়েছেন। তারা হলেন আল-ঘাননাম, খালিদ আল-বাহতিনি ও তারিক ইজ আল-দীন। বলা হয়েছে, তাদের স্ত্রীরাও মারা গেছেন। তবে মৃত বাচ্চাদের বিষয়ে কিছুই জানানো হয়নি।
সংবাদসংস্থা রয়টার্স একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, গাজায় একটি অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ তলায় বিস্ফোরণ হয়। আরেকটি বিস্ফোরণ হয়েছে রাফাহ শহরের দক্ষিণে।
ইসরায়েলের সেনা বলেছে, এই বিমান হামলার কোড নাম হলো অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো। তিন ফিলিস্তিনি নেতাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছিল। কারণ, এই তিন নেতাই ইসরায়েলের উপর রকেট হামলার দায় স্বীকার করেছিলেন। এই রকেট হামলার পরেই ইসরায়েল গাজা ভূখণ্ডে গোলা চালায়। ফিলিস্তিনি ইসলামিক জেহাদের সদস্য খাদের আদনান ইসরায়েলের জেলে ৮৭ দিন অনশন করে মারা যায়। তারপরেই ইসরায়েলের উপর রকেট হামলা হয়।
জিএইচ/এসজি(রয়টার্স, আল জাজিরা)