গণ জাগরণমঞ্চের রোডমার্চ
১০ জানুয়ারি ২০১৪১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশে ফিরেছিলেন৷
দিনটিকে স্মরণ করে অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের কাভার ফটো হিসেবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ছবি ব্যবহার করেছেন৷
সামহয়্যার ইন ব্লগে মোরতাজা দিবসটি স্মরণ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের একটি অংশ তুলে দিয়েছেন৷ সেই অংশটিতে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘‘...বাংলার মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠলো৷ আমি শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাবার জন্য হরতাল ডাকলাম৷ জনগণ আপন ইচ্ছায় পথে নেমে এলো৷ কিন্তু কি পেলাম আমরা? বাংলার নিরস্ত্র জনগণের উপর অস্ত্র ব্যবহার করা হলো৷ আমাদের হাতে অস্ত্র নেই৷ কিন্তু আমরা পয়সা দিয়ে যে অস্ত্র কিনে দিয়েছি বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্যে, আজ সে অস্ত্র ব্যবহার করা হচ্ছে আমার নিরীহ মানুষদের হত্যা করার জন্য৷ আমার দুঃখী জনতার উপর চলছে গুলি৷''
মোরতাজা লিখেছেন, ‘‘এমন মুক্তির বাণী যাঁর কণ্ঠে, সেই জনতার মুক্তির জন্য লড়াকু মানুষটির স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ৷ শ্রদ্ধা, ভালোবাসা তাঁর জন্য৷ আজকের মৃত্যু, খুন, লুট এবং নিরাপত্তাহীন জীবনে এ ভাষণের গুরুত্ব উপলব্ধি করলে আমরা উপকৃত হবো৷ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে না বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ৷ জয় হোক মানুষের, সব শঙ্কার অবসান হোক৷''
এদিকে, সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আলাদা আইন প্রণয়ন সহ তিনটি দাবিতে যশোর অভিমুখে রোড মার্চ শুরু করেছে গণ জাগরণমঞ্চ৷ ‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক বিওএএন'-এর ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য ও ছবি নিয়মিত আপডেট করা হচ্ছে৷
গণজাগরণ মঞ্চের ফেসবুক পেজে তাঁদের অন্য যে দুটে দাবির কথা বলা হয়েছে সেগুলো হলো, সাম্প্রতিক প্রতিটি নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠিকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সারা দেশে আক্রান্ত পরিবারগুলোর ক্ষতি নিরূপণ করে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে৷ এই দাবিগুলো পূরণে সরকারকে আগামী এক মাসের মধ্যে কার্যকর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে গণ জাগরণমঞ্চ৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ