1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অভিবাসন

মাটিয়াস ব্যোলিঙার/আরবি১০ ফেব্রুয়ারি ২০১৪

জার্মানি উচ্চশিক্ষিতদের জন্য অভিবাসন সহজ করেছে৷ কিন্তু তা সত্ত্বেও বিদেশ থেকে আসা শিক্ষিতদের জনস্রোত তেমন লক্ষ্য করা যাচ্ছে না৷ প্রশ্ন জাগতে পারে জার্মানি কি অভিবাসনের দেশ হিসাবে আদৌ আকর্ষণীয়?

https://p.dw.com/p/1B5yE
ছবি: picture-alliance/dpa

ভারতীয় বংশোদ্ভূত রত্না ওমিদভার ৮০-এর দশকে মিউনিখে পড়াশোনা করেছেন৷ কোর্স শেষ হওয়ার পর জার্মানিতে থাকার একান্ত ইচ্ছা ছিল তাঁর৷ কিন্তু সে সময় জার্মানিতে কাজ করা ও থাকার অনুমোদন পাওয়া সম্ভব ছিল না৷

রত্না এখন কাজ করেন ক্যানাডায়

এখন ক্যানাডার টোরন্টো-তে একটি বেসরকারি ফাউন্ডেশনে কাজ করছেন রত্না৷ সম্প্রতি এক কনফারেন্সে যোগ দিতে কিছুদিনের জন্য জার্মানিতে এসেছেন তিনি৷ কনফারেন্সের আয়োজক ‘নেটওয়ার্ক-যোগ্যতার মাধ্যমে ইন্টিগ্রেশন'৷ আলোচনায় বেশিরভাগ সময় ঘুরে ফিরে একটা বিষয় উঠে আসে৷ আর তা হলো জার্মানিকে কী ভাবে শিক্ষিত অভিবাসীদের জন্য আকর্ষণীয় করা যায়৷

বিশেষজ্ঞ, কর্মসংস্থান দপ্তরের কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ইন্টিগ্রেশন সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সম্মেলনে যোগ দেন৷

জার্মানির অভিবাসন-নীতিতে পরিবর্তন এসেছে ১৫ বছর ধরে৷

একদিকে অল্প শিক্ষিতদের ক্ষেত্রে অভিবাসনের বাধাটা বেড়ে যাচ্ছে, অন্যদিকে শিক্ষিতদের আকৃষ্ট করার চেষ্টা করছে জার্মানি৷ এমনকি এখন রক্ষণশীল ঘরানার রাজনীতিবিদরাও শিক্ষিত অভিবাসীদের স্বাগত জানানোর কথা বলছেন৷

অভিবাসীদের দেশ হিসাবে দেখতে চায় জার্মানি

ইঞ্জিনিয়ার ও কম্পিউটার বিজ্ঞানীদের আকৃষ্ট করার ব্যাপারে সনাতন অভিবাসীদের দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও নিউজিল্যান্ডের পাশাপাশি নিজেদের এক সারিতে দেখতে চায় জার্মানি৷

দেশটিতে জন্মহার ক্রমাগত হ্রাস পাওয়ায় বিশেষজ্ঞ কর্মীর অভাব প্রকট হয়ে উঠছে৷ বিদেশ থেকে আসা তরুণ কর্মীরা এই অভাব পূরণ করতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ সাধারণত তাদের জন্যই আইনকানুন সহজ করা হয়েছে৷

আগে বিদেশি কাউকে নিয়োগ দিতে হলে কর্মপ্রতিষ্ঠানগুলির অনেক কাঠখড় পুড়িয়ে প্রমাণ করতে হতো, যে এই পদে দেশীয় কাউকে পাওয়া যায়নি৷ এখন বছরে কমপক্ষে ৪৪,০০০ ইউরো বেতনের একটি চাকরির চুক্তিই যথেষ্ট৷ তাহলে ইইউ বহির্ভূত দেশের কাউকে জার্মানিতে থাকার অনুমতি দেওয়া হয়৷

এছাড়া সেবার মত যে সব পেশায় কর্মীর টানাটানি, সে সব ক্ষেত্রেও আগ্রহীদের তুলনামূলকভাবে সহজে জার্মানিতে থাকার অনুমোদন দেওয়া হয়৷

অভিবাসীদের ‘স্বর্গ' হয়ে ওঠেনি জার্মানি

প্রশ্ন জাগতে পারে, এসব কারণে জার্মানি কি এখন অভিবাসীদের স্বর্গ হয়ে উঠছে? অভিবাসীদের সংখ্যাটা প্রথম দৃষ্টিতে সেই রকম একটা ধারণা দিতে পারে৷ গত বছর ৪ লাখ মানুষ জার্মানিতে অভিবাসী হিসাবে এসেছেন৷ গত ২০ বছরে অভিবাসীদের এত অধিক সংখ্যা লক্ষ্য করা যায়নি৷ তবে এদের বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি থেকে এসেছেন৷ যাদের এমনিতেই যাতায়াত ও কাজের ক্ষেত্রে কোনো বাধা নেই৷ অন্যদিকে জার্মানি ইইউ বহির্ভূত দেশগুলির উচ্চ শিক্ষিত মানুষদের খুব বেশি আকৃষ্ট করতে পারছে বলে মনে হচ্ছে না৷

জার্মানি কি এখনও জার্মানদের জন্য?

‘‘জার্মানি এখনও জার্মানদের জন্য বলে মনে করা হয়৷'' বলেন রত্না ওমিদভার৷ জার্মানিতে আসার অনুমতি পাওয়া তুলনামূলকভাবে সহজ করা হলেও স্থায়ীভাবে থাকার অনুমোদন পাওয়া এখনও কঠিন৷

পরিসংখ্যানে দেখা গেছে, অভিবাসীদের একটা ক্ষুদ্র অংশ পাঁচ বছরের বেশি জার্মানিতে বসবাস করেন৷ আর বিদেশি শিক্ষার্থীদের মধ্যে মাত্র এক চতুর্থাংশ পড়াশোনা শেষ করে জার্মানিতে বসবাস করেন৷ প্রতিবেশী ফ্রান্সে এই হার অর্ধেকেরও বেশি৷

রত্না জার্মানিতে শিক্ষা শেষে ক্যানাডায় চলে যান৷ সেখানে পয়েন্ট সিস্টেমে উচ্চশিক্ষিতদের অভিবাসনের সুযোগ করে দেওয়া হয়৷ আর একবার ক্যানাডায় আসতে পারলে সহজে নাগরিকত্বও পাওয়া যায়৷ করা যায় ভবিষ্যতের পরিকল্পনা৷

রত্না ওমিদভার মনে করেন, জার্মানি শিক্ষিত অভিবাসীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে, যদি তাদের এখানে থাকার জন্য দীর্ঘমেয়াদী সুযোগ করে দেওয়া হয়৷ সহজ করা হয় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য