1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যালিফোর্নিয়ায় রেল ইয়ার্ডে গুলি, মৃত আট

২৭ মে ২০২১

বুধবার সকালে এক রেলকর্মী ক্যালিফোর্নিয়ার রেল ইয়ার্ডে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছে।

https://p.dw.com/p/3u1SQ
পুলিশ জানিয়েছে, বব্দুকধারী ওই রেল ইয়ার্ডের কর্মী ছিলেন।ছবি: Noah Berger/AP Photo/picture alliance

ক্যালিফোর্নিয়ার স্যান জোসে সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির রেল ইয়ার্ডে গুলি চলল। তখন সকাল ছয়টা বেজে ৪৫। ইয়ার্ডে সবে কাজ শুরু হয়েছে। তখনই এক কর্মী গুলি চালাতে থাকে। তার গুলিতেই আটজন মারা যান।

তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, বন্দুকধারীর নাম স্যাম ক্যাসিডি, বয়স ৫৭ বছর। কিন্তু তিনি কেন গুলি চালিয়েছেন তা তারা বলেননি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুলি চালানোর পর স্যাম নিজেকেও মেরেছেন। কিন্তু পুলিশ এবিষয়ে কিছু জানায়নি।

USA | Kalifornien | Schießerei in Santa Clara
পুলিশ তদন্ত শুরু করেছে। এফবিআই-ও তাতে সামিল হয়েছে। ছবি: Randy Vazquez/Bay Area News Group/AP/picture alliance

কেন ওই ব্যক্তি গুলি চালিয়েছিল, তা নিয়েও পুলিশ কিছু বলেনি। তদন্ত চলছে। তদন্তে এফবিআই-ও সামিল হয়েছে।

গান ভায়োলেন্স আর্কাইভের হিসাব হলো, অ্যামেরিকায় এই বছর ২৩০টা গুলি চালানোর ঘটনা ঘটেছে, যেখানে চারজন বা তার বেশি মানুষ মারা গেছেন।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)