ক্যালিফোর্নিয়ায় রেল ইয়ার্ডে গুলি, মৃত আট
২৭ মে ২০২১বিজ্ঞাপন
ক্যালিফোর্নিয়ার স্যান জোসে সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির রেল ইয়ার্ডে গুলি চলল। তখন সকাল ছয়টা বেজে ৪৫। ইয়ার্ডে সবে কাজ শুরু হয়েছে। তখনই এক কর্মী গুলি চালাতে থাকে। তার গুলিতেই আটজন মারা যান।
তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, বন্দুকধারীর নাম স্যাম ক্যাসিডি, বয়স ৫৭ বছর। কিন্তু তিনি কেন গুলি চালিয়েছেন তা তারা বলেননি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুলি চালানোর পর স্যাম নিজেকেও মেরেছেন। কিন্তু পুলিশ এবিষয়ে কিছু জানায়নি।
কেন ওই ব্যক্তি গুলি চালিয়েছিল, তা নিয়েও পুলিশ কিছু বলেনি। তদন্ত চলছে। তদন্তে এফবিআই-ও সামিল হয়েছে।
গান ভায়োলেন্স আর্কাইভের হিসাব হলো, অ্যামেরিকায় এই বছর ২৩০টা গুলি চালানোর ঘটনা ঘটেছে, যেখানে চারজন বা তার বেশি মানুষ মারা গেছেন।
জিএইচ/এসজি(এপি, রয়টার্স)