1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় ম্যাসাজ পার্লারে গুলি, মৃত আট

১৭ মার্চ ২০২১

অ্যাটালান্টায় তিনটি আলাদা ম্যাসাজ পার্লারে গুলি, মৃত আট। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

https://p.dw.com/p/3qiwP
গুলির ঘটনার পর ম্যাসাজ পার্লারের সামনের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ছবি: Cherokee Sheriff’s Office/AFP

স্থনীয় সময় সন্ধ্যা ছয়টায় পুলিশের কাছে ফোন আসে, চেরকি কাউন্টির একটি পার্লারে ডাকাতি হচ্ছে।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে তিনজন নারী গুরুতর অহত. তাদের গুলি লেগেছে। তারা সেখানে থাকার সময়ই ফোন আসে উল্টো দিকের একটি পার্লারে ডাকাতি হচ্ছে। পুলিশ সেখানে গিয়ে দেখে, একজন নারী গুলিতে মৃত।

পরে সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ম্যাসাজ পার্লারে গুলিতে চারজন মারা গেছেন ও একজন আহত হয়েছেন। সকলেই নারী।

এই ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরের অ্যাকওয়ার্থেও একটি পার্লারে গুলি চলেছে। পুলিশ জানিয়েছে, ইয়ং এশিয়ানস ম্যাসাজ পার্লারে গুলি চলে। দুই জন ঘটনাস্থলেই মারা যান। দুইজনকে হাসপাতালেনিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয়।

এই তিনটি গুলিচালনার ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত কি না, তা এখনো জানা যায়নি। তবে পরে উত্তরপশ্চিম জর্জিয়া থেকে ২১ বছর বয়সী একজনকে ধরেছে পুলিশ। পার্লারে গুলির ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে তাকে ধরা হয়েছে।

জিএইচ/এসজি(এপি,এএফপি, রয়টার্স)