সাপের পেটে কুমির!
৪ মার্চ ২০১৪অস্ট্রেলিয়ায় জীব বৈচিত্রের তুলনা হয় না৷ এই মহাদেশ থেকে এখনো হারিয়ে যায়নি বহু লুপ্তপ্রায় প্রাণী৷ তাই প্রকৃতিপ্রেমী অনেকের জন্য অস্ট্রেলিয়া আজও এক আশ্চর্য!
গত রবিবার অস্ট্রেলিয়ার লেক মুনডারায় একটি কুমিরকে হঠাৎ পেঁচিয়ে ধরc একটা সাপ৷ প্রত্যক্ষদর্শীরা অবাক হয়ে দেখলেন, প্রায় এক মিটার বড় কুমিরটিকে ধীরে ধীরে গিলে ফেলছে সাপটি৷ কুমিরের শক্ত এবং বড় শরীরটা সাপের পেটে যেতে পারে এটা কারো বিশ্বাস হবার কথা নয়৷ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টিফানি কর্লিস৷ নিজের ক্যামেরায় ওই অবিশ্বাস্য দৃশ্যটি ধারণ করেছেন তিনি৷
দেশের উত্তর-পূর্বাঞ্চলের মাউন্ট ইসা শহর থেকে ১৯ কিলোমিটার দূরের লেক মুনডারা বনভোজনের জন্য বিখ্যাত৷ প্রতি বছর অসংখ্য মানুষ সেখানে যান বনভোজন করতে৷ মাউন্ট ইসার বাসিন্দা টিফানি কর্লিস এবং আরো কিছু মানুষ সেখানেই দেখেছেন সাপের কুমির ভোজন!
অস্ট্রেলিয়ার বেশ কিছু পত্রিকায় ছাপা হয়েছে সাপের কুমির গলাধকরণ করার খবর৷ ঘটনার বর্ণনা দিতে গিয়ে ব্রিসবেন টাইমসকে টিফানি কর্লিস বলেন, ‘‘অবিশ্বাস্য ব্যাপার! আমরা ভেবেছিলাম, সাপটা হয়ত কুমিরটাকে কয়েকটা কামড় দিয়ে, চুষেটুষে খেতে না পেরে ছেড়ে দেবে৷ কিন্তু সাপটি কুমিরটিকে খেয়ে ফেলেছে! ভালো করে তাকালে সাপটির পেটে কুমিরের কাঁটা কাঁটা গা, পা এসব দেখতে পাবেন৷'' কথাগুলো নিজের তোলা ছবি দেখিয়েই বলেছেন টিফানি৷ সুতরাং, হাতে হাতে প্রমাণ, বিশ্বাস না করার জো আছে!
এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)