1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষতির মুখে পর্যটন

মিশায়েল আল্টেহেনে/জেডএইচ২ মার্চ ২০১৫

মধ্য অ্যামেরিকার দেশ কোস্টারিকার বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস পর্যটন, বিশেষ করে ‘ইকোটুরিজম'৷ কিন্তু কৃষিখাতের প্রসার বাড়ার কারণে সেখানকার পরিবেশের ক্ষতি হচ্ছে৷

https://p.dw.com/p/1Ejhm
10.12.2014 DW DOKUMENTATIONEN UND REPORTAGEN DOKU Meine Traumreise nach Costa Rica

তালিকায় পর্যটন খাতের নামও যুক্ত হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ৷

অ্যাডভেঞ্চারপ্রিয় আর প্রকৃতিপ্রেমীদের কাছে কোস্টারিকা একটি জনপ্রিয় স্থান৷ গত বছর সেখানে ২০ লক্ষেরও বেশি পর্যটক গিয়েছে৷ ফলে দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস হলো পর্যটন৷ জীববৈচিত্র্যের কারণে জার্মানরাও এখন সেখানে যেতে পছন্দ করেন৷

Regenwald Costa Rica
কোস্টারিকার জঙ্গল...ছবি: Mayela Lopez/AFP/Getty Images

পর্যটন খাতের প্রায় পুরোটাই নির্ভর করে ইকোটুরিজমের উপর৷ প্রকৃতির কাছে গিয়ে ছুটি কাটানোর এই উপায়টি এখন বেশ জনপ্রিয়৷ হোটেল মালিক ক্রিস্টিয়ান গোমেজ বলেন, ‘‘কোন হোটেল বেশি পরিবেশবান্ধব, তা নিয়ে কোস্টারিকায় এখন প্রতিযোগিতা চলছে৷ একটি হোটেল যত বেশি সবুজ, তার তত বেশি সুনাম, সেখানে তত বেশি অতিথি যাচ্ছেন৷ বুকিং দেয়ার আগেই অনেক অতিথি এখন পরিবেশ সংরক্ষণের বিষয়টি জানতে চান৷''

পর্যটন ছাড়াও কোস্টারিকায় কৃষিও একটি উল্লেখযোগ্য খাত৷ সবেচেয়ে বেশি রপ্তানি হয় এমন পণ্যের মধ্যে রয়েছে গ্রীষ্মমন্ডলীয় ফল, সবজি, কফি ইত্যাদি৷

Teaser Globalideas – Costa Rica, Visionswald _ ohne Logo
এ যেন এক স্বপ্নের দেশ!ছবি: Ruth Krause

কলা রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোস্টারিকা৷ বড় কোম্পানির জন্য অবশ্য অন্য আরেকটি ফলও বেশ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আনারস৷ নতুন করে জনপ্রিয় হওয়া এই ফলটির এখন বেশ চাষ হচ্ছে৷ গত বছর আনারস বিক্রি থেকে ৩০০ মিলিয়ন ইউরোর বেশি আয় হয়েছে৷ তবে এর জন্য প্রকৃতি ও ইকোটুরিজমের ক্ষতি হচ্ছে৷ পরিবেশবাদীরা এর সমালোচনা করছেন৷ পরিবেশ সংরক্ষণবাদী হেনরি সেকুইরা বলেন, ‘‘আনারস চাষের কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে৷ অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে, যেটা আমাদের অনেক বড় সম্পদ৷ তাছাড়া অর্থের জন্য মানুষ সংরক্ষিত বনের কিছু অংশ বিক্রি করে দিচ্ছে৷ এটা এখন একটি মিলিয়ন ডলার ব্যবসা৷''

তবে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো রেন ফরেস্ট৷ পরিবেশবান্ধব ছুটি কাটানোর গন্তব্য হিসেবে কোস্টারিকার নামে যদি আঁচড় পড়ে তাহলে দেশটির পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান