নেদারল্যান্ডসের আইস হোটেল
২৭ জানুয়ারি ২০১২অন্য যে কোন হোটেলের সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে আইস হোটেলে৷ নেদারল্যন্ডসের সোলে শহরে এই হোটেলটি তৈরি হয়েছে৷ হোটেলের রুমে একটি বিছানা,ছোট একটি ফ্রিজ অর্থাৎ মিনিবার, বাথরুমে তোয়ালে এবং এক জোড়া স্যান্ডেল৷ পার্থক্য হল রুমের তাপমাত্রা শূন্যের কাছাকাছি৷
নেদারল্যান্ডসে এরকম আইস হোটেল এই প্রথম৷ আট ডিগ্রি সেলসিয়াস হল রুমের সর্বোচ্চ তাপমাত্রা৷ হোটেলের ম্যানেজার আনেট ভ্যান লিমবুর্গ হাসতে হাসতে জানান, ‘‘আপনি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে গোসল করেন তাহলে অবশ্যই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে ভুলবেন না৷ রাতে মদ্যপান না করাই ভাল এবং ভারি খাবার না খাওয়া হবে বুদ্ধিমানের কাজ৷ রুমে ঢোকার আগে ঠিকঠাক শীতের কাপড় অবশ্যই পরে নিতে হবে৷''
বলা বাহুল্য, চুল ভেজা থাকলে তাতে বরফ জমে যাবে৷
আইস হোটেলের অতিথি লুক ভ্যান হেইস্ট এবং মায়া ঝাং৷ দুজনের বয়সই ৪২৷ তারা বেশ মন দিয়ে হোটেল ম্যানেজারের কথা শুনলেন৷ তাদের সুটকেসে তারা প্রয়োজনীয় শীতের কাপড়, হাতমোজা, টুপি এবং সোয়েটার নিয়ে এসেছেন৷ সুতরাং চিন্তা নেই৷ ভ্যান হেইস্ট জানালেন, ‘‘আমি ভয় পাচ্ছি না তবে একটু চিন্তা হচ্ছে৷'' বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান,‘‘আমি অভিজ্ঞতা অর্জন করতে এসেছি৷ আমার মনে হচ্ছে আমি যেন ছোট একটি ছেলে৷''
সোলে শহরে বরফের তৈরি ভাস্কর্যের নানা প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷ এবার তৈরি হল একটি হোটেল৷ হোটেলে মাত্র তিনটি রুম৷ তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রির মধ্যে ওঠানামা করে৷
তবে সবচেয়ে বড় আইস হোটেল অবস্থিত সুইডেনে৷ সেই হোটেলে রয়েছে ৪৭টি রুম৷ ২০১১/১২ সালের সিজনে হোটেলটি অতিথিদের জন্য উন্মুক্ত৷ ম্যানেজার ভ্যান লিমবুর্গ জানান, ‘‘কানাডা বা সুইডেনের মত আমাদের হোটেলটি প্রকৃতির মাঝখানে নয়৷ সেসব হোটেলে অতিথিদের ঘুমাতে হয় মাইনাস টোয়েন্টিতে৷''
নেদারল্যান্ডসের এই হোটেলের রুম তৈরি করা হয়েছে বরফের চাক দিয়ে৷ বিছানাও তৈরি বরফের, তা সবসময়ই গোলাপিআভা ছড়াচ্ছে৷ প্রায় দশ দিন সময় লেগেছে একটি রুম তৈরি করতে৷ ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে জানুয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত হোটেলটি খোলা থাকবে৷ ভাড়া? দুজনের জন্য এক রাতের ভাড়া পড়বে ১৯৯ ইউরো৷ সঙ্গে থাকবে সকালের নাস্তা৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক