ইরানের প্রভাব নিয়ে অস্বস্তি
২৪ অক্টোবর ২০১৭ইরাকে স্থিতিশীলতার চরিত্র কতটা নাজুক, তা বর্তমান সংকটের ফলে আবার স্পষ্ট হয়ে উঠছে৷ শান্তিপূর্ণ গণভোটের মাধ্যমে উত্তরে কুর্দিরা নিজস্ব রাষ্ট্রের পক্ষে সমর্থন প্রকাশ করার পরেও পরিস্থিতি শান্ত ছিল৷ বাগদাদে ফেডারেল সরকার এই রায় মানতে নারাজ৷ কুর্দি নেতারাও আলোচনার মাধ্যমে স্বাধীনতা অর্জন করার কথা বলেছিলেন৷ কিন্তু এবার সংকট দেখা দিয়েছে কুর্দি নিয়ন্ত্রিত এলাকার বৈধতা নিয়ে৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে সংগ্রামে কুর্দি বাহিনী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে৷ ইরাকি কুর্দিস্তানের সীমানা পেরিয়েও আইএস-এর কাছ থেকে অনেক এলাকা উদ্ধার করেছে তারা৷ কির্কুক শহরের নিয়ন্ত্রণকে ঘিরেও কুর্দি ও ইরাকি সরকারের মধ্যে বিরোধ রয়েছে৷ পেট্রোলিয়াম সমৃদ্ধ এই এলাকার বাড়তি কৌশলগত তাৎপর্য রয়েছে৷ এবার বাগদাদে ইরাকের সরকার সেই শহর উদ্ধার করতে ‘পপুলার মোবিলাইজেশন' নামে এক বাহিনী কাজে লাগাচ্ছে৷ ইরানের মদতপূষ্ট এই বাহিনীর তৎপরতা অ্যামেরিকাসহ একাধিক আঞ্চলিক শক্তির দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷
অঘোষিত সংক্ষিপ্ত ইরাক সফরে এসে সেই দুশ্চিন্তার কথাই প্রকাশ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন৷ ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি অবশ্য জোর দিয়ে বলেছেন, এই বাহিনী ইরাকের নিজস্ব প্রতিষ্ঠানগুলিরই অংশ৷ আইএস-এর বিরুদ্ধে সংগ্রামেও তারা সেনাবাহিনীর পাশাপাশি সক্রিয় ছিল৷ আইএস-এর বিরুদ্ধে সংগ্রামে ইরাকের ভূখণ্ডে ইরানের মিলিশিয়া বাহিনীর তৎপরতা এতকাল কার্যত মেনে নিলেও ওয়াশিংটন চায়, এবার তারা দেশে ফিরে যাক৷ অন্যদিকে আইএস-এর বিরুদ্ধে সংগ্রাম শেষ হবার পর মার্কিন সেনাবাহিনীর সদস্যদের ইরাক ছেড়ে যাবার ডাক দিচ্ছে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া৷
টিলারসন প্রধানমন্ত্রী আল-আবাদি ও ইরাকি কুর্দিস্তানে মাসুদ বারজানির নেতৃত্বে সরকারের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন৷ কুর্দিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সীমানা নিয়ে বিরোধ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবার ডাক দিয়েছেন তিনি৷ বাগদাদ ও এরবিল-এ দুই ঘনিষ্ঠ মার্কিন সহযোগীর মধ্যে বর্তমান বিরোধের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন৷
উল্লেখ্য, রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াধে টিলারসন সৌদি বাদশাহ সালমান ও ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিরল বৈঠক করেছেন৷ ইরাকে ইরানের প্রভাব কমাতে সৌদি আরবও যথেষ্ট তৎপর রয়েছে৷ ইরাকের সঙ্গে এক যৌথ সহযোগিতা পরিষদ গঠন করেছে সৌদি সরকার৷
এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)