কাবুলে গাড়ি বোমা হামলা, নিহত অন্তত ৩৫
২৪ জুলাই ২০১৭সোমবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছে৷ বিস্ফোরণের তীব্রতার কারণে তিনটি গাড়ি ও ১৫টি দোকান ধ্বংস হয়ে গেছে৷ তার মধ্যে যাত্রীবোঝাই একটি মিনিবাসও ছিল৷ একটি সূত্র অনুযায়ী আততায়ী বিস্ফোরক বোঝাই গাড়িটি নিয়ে সেই বাসে ধাক্কা মারে৷ হতাহতদের মধ্যে অনেক সরকারি কর্মী ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, একটি বাসে খনি মন্ত্রণালয়ের কিছু কর্মী নিহত হয়েছেন৷ তিনি এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ' হিসেবে বর্ণনা করেন৷
সংবাদ সংস্থা ডিপিএ-র সূত্র অনুযায়ী তালিবান এই হামলার দায় স্বীকার করেছে৷ তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এই দাবি করেছেন৷ তিনি আরো জানান, আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এনডিএস-এর দু'টি এই হামলার লক্ষ্য ছিল৷ হামলায় এই সংস্থার ৩৭ জন নিহত হয়েছে বলেও মুজাহিদ দাবি করেছেন৷
প্রেসিডেন্ট আশরাফ গনি এক বিবৃতিতে বলেন, এই সন্ত্রাসবাদীরা আবার নিরীহ মানুষের উপর হামলা ও সরকারি কর্মীদের লক্ষ্যবস্তু করছে৷
আফগানিস্তানের ‘ডেপুটি চিফ এক্সিকিউটিভ' মহম্মদ মোহাকিকের বাসভাবনের কাছে এক চেকপয়েন্টের সামনে এই হামলা ঘটে৷ তবে তিনি অক্ষত রয়েছেন৷ আরও বেশ কয়েকজন রাজনীতিকের বাসভবন এই এলাকায় অবস্থিত৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থলের বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে৷ কাবুলের পশ্চিমে এই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের অনেক মানুষ বসবাস করে৷
গত বছর ঠিক এই দিনেই তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর এক হামলায় ৮০ জনেরও বেশি নিহত ও ২৩০ জন আহত হয়েছিল৷ চলতি বছর কাবুল শহরে এই নিয়ে ১০টি বড় আকারের হামলা ঘটলো৷ জাতিসংঘের সূত্র অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে গোটা দেশে কমপক্ষে ১,৬৬২ জন নিরীহ মানুষ নিহত হয়েছে৷ এর মধ্যে প্রায় ২০ শতাংশই কাবুল শহরে হামলার শিকার হয়েছেন৷ দেশের প্রায় অর্ধেক প্রদেশেই হিংসার মাত্রা বেড়ে গেছে বলে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএ জানিয়েছে৷
এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি)